OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বাংলা তাকিয়ে হাবড়ার পানে, CAA’র পাল্টা পাট্টা হাতিয়ার মমতার

কেন্দ্র সরকারের CAA’র পাল্টা হাতিয়ার নিয়েই এদিন হাবড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার হাতিয়ার হয়ে উঠছে পাট্টা প্রদান।
09:41 AM Mar 12, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: গতকাল দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে CAA বা Citizenship Amendment Act যা ২০১৯ সালে তৈরি করা হয়েছে। সেই আইন নিয়ে দেশজুড়ে মানুষের মনে দেখা দিয়েছে ভয়, আতঙ্ক, আশঙ্কা, উদ্বেগ। সেই আবহেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দেন, ‘কেউ ভয় পাবেন না চিন্তা করবেন না। কারোর যদি ক্ষতি হয় তাহলে আওয়াজ তুলবে তৃণমূল কংগ্রেস(TMC)। এটা বিজেপির ছলনা। আমরা কারও কোনও অধিকার ছিনিয়ে নিতে দেব না, হরণ করতে দেব না। আমার হাতে যতক্ষণ না কোনও কাগজপত্র আসছে ততক্ষণ আমি এই নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমি কাগজ হাতে পেয়ে কালকে বিস্তারিত বলব হাবড়া থেকে। তবে এটা জানিয়ে দিচ্ছি যে, যদি ক্যা দেখিয়ে কারো নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে আমরা প্রতিবাদ করব, এটা আগে থেকে জানিয়ে দিলাম।’ এদিন উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার সেই হাবড়াতে(Habra) মুখ্যমন্ত্রীর সভার দিকেই তাকিয়ে আছে তামাম বাংলা। কেন্দ্র সরকারের CAA’র পাল্টা হাতিয়ার নিয়েই সেই সভা এদিন করবেন মুখ্যমন্ত্রী। আর ওই হাতিয়ার হল পাট্টা প্রদান।

এদিন অর্থাৎ ১২ মার্চ হাবড়ার বাণীপুরে আম্বেদকর স্পোর্টস একাডেমির মাঠে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে একদিকে যেমন বাড়তি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তেমনি এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। সেই সঙ্গে থাকছে উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা প্রদানও। সভাস্থলের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হ্যালিপ্যাড। মঙ্গলবার বেলা ১২টায় মুখ্যমন্ত্রীর কপ্টার সেখানে পৌঁছবে। সেখান থেকে হেঁটে সভাস্থলে যাবেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে জলপ্রকল্প, রাস্তা এবং সন্দেশখালির একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হবে। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের একগুচ্ছ পরিষেবাও তুলে দেওয়া হবে উপভোক্তাদের হাতে। সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য জেলার ২২টি ব্লক এবং ১৯৯টি গ্রাম পঞ্চায়েত থেকে উপভোক্তারা আসবেন। উপভোক্তারা আসবেন সন্দেশখালি থেকেও। সরকারি পরিষেবা প্রদানের পর লোকসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছেন মানুষ। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানিয়েছেন, রাজ্য সরকারের ৬৬টির বেশি সামাজিক প্রকল্পের পরিষেবা সরাসরি উপভোক্তাদের হতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

তবে সব থেকে বেশি মানুষের নজর থাকবে মুখ্যমন্ত্রী CAA বা Citizenship Amendment Act নিয়ে কোন বার্তা দেন সেইদিকেই। আর এই CAA-কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মমতা হাতে তুলে নিচ্ছেন পাট্টা প্রদানের মতো হাতিয়ারকে। কার্যত পাট্টা প্রদানের মাধ্যমেই রাজ্যে বসবাস করা উদ্বাস্তু ও ভূমিহীনদের পাট্টা দিয়ে CAA-কে ভোঁতা করে দেওয়া পন্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি হাবড়ার সভা থেকে দমদম ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন উদ্বাস্তু কলোনির ৩ শতাধিক পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেবেন। উল্লেখ্য, গত সপ্তাহেই বসিরহাট ও হাবড়ায় ক্যাম্প করে ১ হাজারের বেশি পরিবারের হাতে কৃষিজমি ও বাস্তুজমির পাট্টা তুলে দেওয়া হয়। মানুষের হাতে অধিকার তুলে দেওয়ার এই বার্তাই কার্যত গেরুয়া শিবিরের CAA-কে ভোটের মুখে ভোঁতা করে দেবে বলে রাজ্যের শাসক দলের বিশ্বাস। এদিন মুখ্যমন্ত্রীর হাত থেকে কামারহাটি পুরসভার মে দিবস পল্লি, কিশোরপল্লি কলোনি ও দক্ষিণেশ্বর জিএস কলোনির ২১০টি পরিবার, ভাটপাড়ার রাহুতা বিআরএস কলোনির ১৪টি পরিবার, পানিহাটি পুরসভার নেতাজি সুভাষনগর ও ষষ্ঠীনগরের ৩৩টি পরিবার এবং বরানগরের উদ্বাস্তুবান্ধব কলোনির ১২টি পরিবারের পাট্টা পেতে চলেছেন।

প্রসঙ্গত, দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে দলে দলে মানুষ উত্তর ২৪ পরগনা জেলায় এসে বসবাস করছেন। তাঁদের অনেকে এখনও জমির পাট্টা থেকে বঞ্চিত। ভোট এলেই তাঁদের নাগরিকত্ব প্রদানসহ নানান ইস্যুতে গাজর ঝুলিয়ে ভোট হাতানোর কৌশল নেয় গেরুয়া শিবির। কিন্তু কয়েকবছর ধরে জেলার শহর ও গ্রামীণ এলাকায় কয়েক হাজার মানুষকে দফায় দফায় শরণার্থী পাট্টা, আবাস পাট্টা ও কৃষিজমির পাট্টা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষের পাশে থাকার ডিভিডেন্ড বিভিন্ন ভোটে ঘরেও তুলেছে শাসক দল। এবারও ভোটের আগে পুরনো অস্ত্রে শান দিতে চাইছে শাসক শিবির। একই সঙ্গে লোকসভা নির্বাচনের আগেই এই পাট্টা অস্ত্রেই CAA-কে ভোঁতা করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Tags :
CAAHabraMamata BanerjeeNorth 24 ParganaTmc
Next Article