For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অ্যামাজনের কীর্তি, আসলের জায়গায় খদ্দেরকে ‘নকল’ আই ফোন ডেলিভারি

09:55 PM Feb 24, 2024 IST | Sundeep
অ্যামাজনের কীর্তি  আসলের জায়গায় খদ্দেরকে ‘নকল’ আই ফোন ডেলিভারি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: জেফ বেজোসের মালিকানাধীন ই কমার্স সংস্থা অ্যামাজনের বিরুদ্ধে গ্রাহকদের ঠকানোর অভিযোগের বিরাম নেই। এবার এক গ্রাহক আসল আই ফোনের বিরুদ্ধে নকল আই ফোন পাওয়ার অভিযোগ তুললেন। ওই প্রতারিত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ফাঁস করে দিতেই ঘুম ভেঙেছে ই কমার্স সংস্থাটির। অ্যামাজন হেল্প ডেস্কের পক্ষ থেকে ওই গ্রাহকের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে শুধু ওই গ্রাহকই নয়, আরও একাধিক গ্রাহক অ্যামাজনের বিরুদ্ধে খুল্লামখুল্লা প্রতারণা চালানোর অভিযোগ তুলেছেন।

Advertisement

গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) গব্বর সিং নামে এক ব্যবহারকারী অ্যামাজনের দ্বারা প্রতারিত হওয়ার বিষয়টি তুলে ধরে এক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ওয়াও, অ্যামাজনইন একটি নকল আই ফোন-১৫ ডেলিভারি করেছে। বিক্রেতা হল অ্যাপারিও। বাক্সে আবার লেখা ছিল, ‘অ্যামাজন চয়েস’। কোনও কেবল ছিল না বাক্সটিতে। সম্পূর্ণ ডাব্বা! কখনও কেউ এমন ঘটনার সম্মুখীন হয়েছেন?’

Advertisement

অ্যামাজনের ওই কীর্তি যিনি ফাঁস করেছেন সেই গব্বর সিংয়ের ‘এক্স’ হ্যান্ডেলের অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লক্ষ। ফলে ওই বিপুল সংখ্যক অনুসারী এবং তাদের পরিচিতজনের কাছে সংস্থার সুনামের বারোটা বেজে যাচ্ছে বুঝতে পেরে কুম্ভকর্ণের ঘুম ভেঙে নড়েচড়ে বসে অ্যামাজন কর্তৃপক্ষ। ঘন্টা দেড়েকের মধ্যেই ই-কমার্স সংস্থার পক্ষ থেকে ওই টুইটের প্রতিক্রিয়া জানানো হয়। অ্যামাজন হেল্প ডেস্কের পক্ষে প্রিয়া নামে এক কর্মী লেখেন, ‘নিশ্চিত করার জন্য ধন্যবাদ। ৬-১২ ঘন্টার মধ্যেই আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীরা ই-মেলের মাধ্যমে আপনাকে এ বিষয়ে প্রস্তাব পাঠাবে।’ অ্যামাজন হেল্প ডেস্কের ওই টুইট দেখেই ক্ষোভ উগরে নিজেদের প্রতারণার করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে ক্ষোভ উগরে দেন ব্যবহারকারীরা।

Advertisement
Tags :
Advertisement