For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মানিকচকে ডিজে ও বাজনা সহযোগে ১১০ বছর বয়সে মায়ের শেষ বিদায়

07:14 PM Jun 08, 2024 IST | Subrata Roy
মানিকচকে ডিজে ও বাজনা সহযোগে ১১০ বছর বয়সে মায়ের শেষ বিদায়
Advertisement

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: মায়ের শেষ বিদায়ে বাজল ব্যান্ড,ডিজে। আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষযাত্রায় শামিল হলেন।শেষ যাত্রায় মায়ের শব দেহের খাট সাজানো হলো রঙিন কাগজ আর রঙিন বেলুন দিয়ে। এই শব যাত্রার(Dead Body Journey) মুহূর্ত গ্রামের মানুষজন মোবাইল ফোনে ভিডিও করলো দেদার। অনেকে আবার এই মুহূর্তের ছবি ধরে রাখতে সেলফিও(Selfie) তুললেন। মায়ের বিদায়ের বেলার নিকট আত্মীয় পরিজনের কান্নার আওয়াজ ম্লান হয়ে গেল ডিজের(DJ) আওয়াজে।

Advertisement

মানিকচকের(Manickchak)কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া(Thakurpara) এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল শনিবার। পাড়ায় কেউ বলতো ঠাকুমা আবার কেউ বলতো দিদা। দিদা শনিবার শেষ বিদায় নিলেন ।এই পৃথিবী ছেড়ে ।তবে এ কোন দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মন্ডল বয়স আনুমানিক ১১০ বছর ।চার ছেলে পুত্রবধূ নাতি-নাতনী সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করলো মানিকচক মহাশ্মশানের(Manickchak Burning Ghat) পথে।

Advertisement

এ বিষয়ে রানী মন্ডলের বড় ছেলে জ্যোতিষ মন্ডল জানান, মায়ের দীর্ঘায়ুর পথ শনিবার শেষ হল। প্রায় একশ দশ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন। তবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেন। শুক্রবারও নিজে স্নান খাওয়া-দাওয়া করে ঘুমোতে যান। তারপরেই শনিবার সকালে তিনি পরলোক গমন করেন। সব গল্পের অবসান। মাতৃ বিয়োগ বড় বেদনার ।তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। তাই শেষ বিদায়ের পথে বাজলো বাজনা, উড়লো আবির।

Advertisement
Tags :
Advertisement