OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মালদার গঙ্গা নদীতে পুণ্য লাভের আশায় সমাগম পুন্যার্থীদের

09:08 PM Jan 15, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি, মালদা: শৈত প্রবাহের মধ্যেই পুণ্য লাভের আশায় গঙ্গা নদীতে ডুব দিল শয়ে শয়ে ভক্ত। পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিকে মাথায় রেখে মালদার মানিকচকের গঙ্গার ঘাটের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয় সোমবার। হাড়হিম করা শীতের(Winter) মধ্যেই মানুষ গঙ্গার(Ganga) ঘাটে পৌঁছে পূজা অর্চনা করার পাশাপাশি পুণ্য লাভের আশায় ডুব দেয় গঙ্গার জলে। মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয়েছে মানিকচকের(Manickchak) গঙ্গার ঘাটে। পৌষ সংক্রান্তি দিনটিকে মাথায় রেখে যে যার মত পূজা অর্চনা পাশাপাশি গঙ্গায় স্নান করা এবং গঙ্গার তীরে বসেই বিভিন্ন আহার সারছেন মানুষেরা।

এই দিনটিতে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয় বলে জানাচ্ছেন বিভিন্ন প্রান্তের পূর্নার্থীরা। এদিকে মানুষের সমাগমকে মাথায় রেখে মানিকচক থানার পুলিশ প্রশাসনের তরফে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসনের তরফে নদীতে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর আধিকারিকদের মোতায়ন করা হয়। কোন রকম দুর্ঘটনা ঘটলে দ্রুততার সাথে যাতে উদ্ধার কাজ করা যায় সেদিকে লক্ষ্য রেখেই এই তৎপরতা। সমস্ত ব্যবস্থা পরিদর্শন করতে পৌঁছন মানিকচক থানার(manickchak P.S.) আইসি পার্থসারথি হালদার ছাড়াও প্রশাসনিক কর্তারা। মহিলাদের সমাগমকে মাথায় রেখে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে বলে জানাচ্ছেন পুলিশ কর্তারা।এদিকে মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে ভিড়ে জমে উঠল দীঘার সৈকত।

সোমবার সকাল থেকে থিক থিকে ভিড় দিঘার(Digha) সৈকতের স্নানঘাট গুলিতে। অনেকেই সূর্য দেবতাকে প্রণাম করে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সারলেন দিঘার সমুদ্রে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তা কথা মাথায় রেখে দিঘা থানা এবং দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে করা নিরাপত্তা বলেছিল দিঘার সৈকতের গুলিতে। এমনকি জলপথে স্পিড বোট করে টহল দেয় পুলিশ কর্মীরা। এই মুহূর্তে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে লক্ষাধিক পর্যটকের ভিড় হয়েছে দিঘার সৈকতে।

Tags :
Malda Manickchak Ganga RiverManickchak Makar Sankranti
Next Article