OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

সাংসদ হওয়ার পরে আয় কমেছে মাশরাফি মুর্তজার

08:50 PM Dec 05, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাঁচ বছর আগে বাইশ গজ ছেড়ে ভোটের ময়দানে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর সাংসদ হওয়ার পরেই আয় কমেছে তাঁর। পাঁচ বছর আগে যেখানে তাঁর বার্ষিক আয় ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। তা কমে দাঁড়িয়েছে ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনে ফের প্রার্থী হয়েছেন প্রাক্তন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় আয় ও ব্যক্তিগত সম্পদের হিসাব জমা দিয়েছেন তিনি। হলফনামায় রাজনীতিকেই পেশা হিসেবে দেখিয়েছেন। মর্তুজা জানিয়েছেন, ‘বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা রয়েছে। আর স্টান্ডার্ড চার্টার্ড, সিটি ও ইসলামী এই তিন ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ৯ সংস্থায় শেয়ার রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার। আর পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ করেছেন ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৬৯ টাকা। সেই সঙ্গে ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা মূল্যের একটি গাড়ি, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে।’

হলফনামায় দেশের প্রাক্তন জাতীয় ক্রিকেটার জানিয়েছেন, ‘নিজের নামে ৩৭ লাখ টাকা মূল্যের ৩.৬১ একর কৃষিজমি ছাড়াও ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এছাড়া পূর্বাচলে ৮ লাখ ২৪ হাজার টাকা মূল্যের একটি প্লট রয়েছে। পাশাপাশি রয়েছে ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছয় তলা বিশিষ্ট বাড়ি।’ সিটি ব্যাঙ্কে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ রয়েছে বলেও উল্লেখ করেন মাশরাফি।

Tags :
Awami League CandidateBangladesh Parliament ElectionMashrafe Bin MortazaMember of Parliament
Next Article