OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ইলন মাস্ককে টপকে বিশ্বের তৃতীয় সেরা ধনী জুকারবার্গ

07:14 PM Apr 08, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : ভারতে ব্যবসার জন্য পা রাখার আগেই বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক। টেসলা সিইও মাস্ককে টপকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসাবে উঠে এলেন মার্ক জুকারবার্গ। ২০২০ সালের পর এই প্রথম মাস্ককে টপকে গেলেন মেটা সিইও জুকারবার্গ। ব্লুমবার্গ বিলোনিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন জুকারবার্গ।

চলতি বছর মোটেই ভালো যাচ্ছে না মাস্কের। জানা গিয়েছে, চলতি বছর টেসলা সিইও'র ব্যক্তিগত সম্পদ কমেছে ৪৮.৪ বিলিয়ান ডলার বা ৪ হাজার ৮৪০ কোটি ডলার। মাস্কের সংস্থা টেসলার শেয়ারদর কমেছে ৩৪ শতাংশ। বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া ও জার্মানিতে উৎপাদনে সমস্যা দেখা দেওয়ায় টেসলার শেয়ারের দাম কমেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০-তে টেসলার অবস্থান সবচেয়ে খারাপ।

ইতিমধ্যে ভারতে কারখানা তৈরির ব্যাপারে জমি খুঁজতে শুরু করেছে টেসলার প্রতিনিধিরা। খুব তাড়াতাড়ি টেসলার একটি প্রতিনিধি দলের ভারতে আসার কথা রয়েছে। জানা যাচ্ছে, আগামী বছরের মধ্যেই কারখানা তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই প্রেক্ষাপটে টেসলার কর্নধারের সম্পত্তি কমে যাওয়া ভালো বার্তা বহন করছে না বলে অভিমত ওয়াকিবহাল মহলের।

তবে মাস্কের সম্পত্তি কমে গেলেও অন্যদিকে ফেসবুকের কর্নধার মার্ক জুকারবার্গের সম্পত্তি অনেকটাই বেড়েছে। চলতি বছর মার্ক জুকারবার্গের সম্পত্তি বেড়েছে ৫৮.৯ বিলিয়ান অর্থাৎ ৫ হাজার ৮৯০ কোটি টাকা। চলতি বছর এআই নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণে মেটার শেয়ার বেড়েছে ৪৯ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্সে পঞ্চম স্থানে রয়েছে ফেসবুক।

Tags :
BusinessElan MaskTesla
Next Article