OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

এক সঙ্গে ৬ শিক্ষকের বদলির নোটিশ, বিক্ষোভ মথুরাপুরের কৌতলা প্রাইমারি স্কুলে

06:44 PM Nov 24, 2023 IST | Ayantika Saha
Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৌতলা প্রাইমারি স্কুল, শিক্ষকের সংখ্যা মাত্র ৮। একইসঙ্গে ৬ শিক্ষকেরই বদলির নোটিশ স্কুলে। বন্ধ হয়ে গেল পঠনপাঠন। স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের।

কৌতলা প্রাইমারি স্কুলে ছিলেন ৮ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৬ জন প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পেতে চলেছেন অন্যত্র। ইতিমধ্যেই তাঁদের কাছে বদলির নোটিসও এসে গিয়েছে। কিন্তু, অভিভাবকদের দাবি একইসঙ্গে এতজন শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেলে স্কুলের পঠনপাঠনে ছাপ পড়বে। সামনেই পরীক্ষা, সে ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হবে ছাত্রছাত্রীদের। সেই কারণেই এদিন সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক এবং পড়ুয়ারা।

সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রাথমিক স্কুলের-সহ শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে ২৯৯৪ জনের প্রধান শিক্ষক পদের প্যানেল প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে, এই প্যানেল প্রকাশের পর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে।

কৌতলা প্রাইমারি স্কুলে প্রসঙ্গত, এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০০ বেশি। বর্তমানে ৮ শিক্ষকের মধ্যে ৬ জনের বদলি হয়ে যাওয়ায় মাত্র ২ জন শিক্ষকের পক্ষে এত সংখ্যক পড়ুয়ার দায়িত্ব নেওয়া কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই পঠনপাঠন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। অভিভাবকরা দাবি করছেন, ইতিমধ্য়েই নতুন শিক্ষক নিয়োগ করতে হবে নাহলে পুরোনো শিক্ষকদের যেতে দেওয়া হবে না। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক আশ্বাস দিয়েছেন, দ্রুত পাশের স্কুল থেকে শিক্ষকদের এই স্কুলে পাঠানো হবে। সমস্যার সমাধান হবে, পঠনপাঠন বন্ধ থাকবে না।

Tags :
Primary schoolPrimary School TeacherSouth 24 parganas
Next Article