OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শ্রী রামকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে : ফিরহাদ হাকিম

07:23 PM Jan 19, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: শ্রী রামকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে।রাম মন্দির হওয়া নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যে ভাবে রাম মন্দিরকে নিয়ে একটা সুখ্য রাজনীতি করা হচ্ছে প্রশ্নটা উঠছে সেখানেই। শুক্রবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির ইস্যুতে এভাবেই নিজের মত প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। শুক্রবার কলকাতা পুরসভার অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন ,আমাদের KMC মানুষের জানা উচিত যে পুকুর রয়েছে। একে বাঁচানোর দায়িত্ব সকলের। আমার পুলিশ নির্ভরশীল ,সেটা ঠিক নয়। আমরা কলকাতার মানুষের স্বার্থে আমার কাজ করি। যেখানে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় সেখানে পুলিশ হস্তক্ষেপ করবেই।

কলকাতা পৌর সংস্থার(KMC) নিজের পুলিশ নয়। যদি বেআইনি নির্মাণ ভাঙ্গে আমাকে পুলিশকে সাহায্য করতে হবে। তিনি বলেন,এই প্রথম আমাদের কলকাতা পৌর সংস্থার অধিবেশন রাজ্য সঙ্গীতের মাধ্যমে শুরু করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের রাস্তায় আমরা সবাই এক । যেকোনো অনুষ্ঠানে আমাদের রাজ্য সঙ্গীত গাওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের রাম মন্দির(Rammandir) ইস্যুতে মেয়র বলেন,বাংলার কিছু সংবাদ মাধ্যমে ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করার জন্য মিডিয়া সুখ্য একটা প্রচার করছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া আমাদের জন্য একটা কষ্টের এবং দুঃখের ছিল। তখন আমরা সবাই মিলে মেনে নিয়েছিলাম। রাম মন্দির হওয়া নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যে ভাবে রাম মন্দিরকে নিয়ে একটা সূখ্য রাজনীতি করা হচ্ছে, বাংলার রীতি নীতি হচ্ছে আমরা দুর্গাপূজা করি । আমরা কালীপুজো করি।বাঙালি রাম (Ram)এর পূজো করে না। যেখানে হিন্দু মহাসভা যাচ্ছে না, শংকর আচার্য্যরা যাচ্ছে না। এখনে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে।

যদি আমাকে মুসলমান বলে কেউ আমাকে একটা চড় মারে তাহলে আমার বিশ্বাস চুরমার হয়ে যাবে। ভাবাবেগকে ক্ষীণ করে মেরুকরণের রাজনীতি হচ্ছে। সারা ভারতবর্ষে প্রচার করে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। সবটাই হচ্ছে নাটক। সবটাই হচ্ছে বিজেপির সার্কাস। আর এস এস এবং মুসলিম লীগ ভারতবর্ষকে ভেঙে ছিল। আমরা রাজনীতিবিদ ।আমি রামের ভরসায় আর আল্লাহর ভরসায় রাজনীতি করব কেন? আমরা রাজনীতিবিদ ।টাকি পুরসভার(Taki Municipality) অনাস্থা নিয়ে বলেন ,আমি সেখানে বলেছি। এই বিষয় পার্টির নেতৃত্বকে দেখেতে বলা হয়েছে।ধূপগুড়ির মানুষকে অভিষেক(Abhisekh) যে আশ্বাস দিয়েছিল সেটা পূরণ হল। সেখনেকার মানুষের জন্য ভালো হবে। অবশেষে ধুপগুড়ির মানুষ একটা মহকুমা পেলো, মন্তব্য মেয়রের। বিজেপির সমালোচনা প্রসঙ্গে মেয়রের মন্তব্য,একটা নেতা কাউন্সিলর জিতে আসতে পারবে। গায় মানে না আপনি মোড়ল বলেন , ফিরহাদ হাকিম।

Tags :
Firhad On Ram Temple IssueMayor Firhad Hakim
Next Article