For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

নাম না করে মোদিকে ‘সুপারি কিলার’ বানিয়ে দিলেন মীনাক্ষী

নাম না করেই মোদিকে ‘সুপারি কিলার’ বানিয়ে দিলেন মীনাক্ষী। সেটাও আবার প্রকাশ্য সভার মঞ্চ থেকে। চাঞ্চল্য রাজ্য ও জাতীয় স্তরের রাজনীতিতে।
12:56 PM Apr 01, 2024 IST | Koushik Dey Sarkar
নাম না করে মোদিকে ‘সুপারি কিলার’ বানিয়ে দিলেন মীনাক্ষী
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: খোদ দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্য সভার মঞ্চ থেকেই ‘সুপারি কিলার’(Supari Killer) বলে দেগে দিলেন বাংলার(Bengal) বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee)। আর তাঁর সেই আক্রমণময় বক্তব্য এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই সঙ্গে দেশজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কেননা এর আগে কেউ কোনওদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ‘সুপারি কিলার’ বলে আক্রমণ শানেননি। মীনাক্ষী অবশ্য মোদির নাম নিয়ে ‘সুপারি কিলার’ বলেননি। তবে তাঁর লক্ষ্য যে দেশের প্রধানমন্ত্রী সেটা কার্যত পরিষ্কার। রবি সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার অন্যতম মহকুমা শহর তথা রাজ্যের ইস্পাতনগরী দুর্গাপুরে(Durgapur) এক নির্বাচনী জনসভা থেকে এই আক্রমণ শানেন মীনাক্ষী। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সিপিএম প্রার্থীর সমর্থনে ওই জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই কিনা মোদিকে ‘সুপারি কিলার’ বানিয়ে দিলেন মীনাক্ষী।

Advertisement

রবিবার দুর্গাপুরে দিনভর কর্মসূচি ছিল সিপিএমের। শহরের স্টেশন বাজার থেকে শুরু করে সাগরভাঙা, অরবিন্দ পল্লি সহ নানা এলাকায় পদযাত্রা, পথসভা করে তাঁরা। তৃণমূল কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালকে। সন্ধ্যায় তাঁদের নির্বাচনী জনসভা ছিল শহরের গান্ধি মোড়ে। সেই সভা থেকেই মোদিকে নিশানা বানান মীনাক্ষী। তিনি বলেন, ‘বহু শ্রমিক সংগ্রামের পর ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নেয় মালিকপক্ষ। কী এমন প্রয়োজন হল যে, কাজের সময়সীমা ১২ ঘণ্টা করতে হল? প্রকৃত সত্য হল, ১২ ঘণ্টা কাজের সুপারিশ থাকা শ্রমকোড লাগু হলেই ১০০ জন শ্রমিকের মধ্যে থেকে ৩৩জন শ্রমিকের কাজ যাবে। এ কথা গ্রামের ভেবলিটাও জানে, অথচ দিল্লির ভ্যাবলাটা বুঝতে পারছে না। ‘সুপারি কিলার’ হয়ে গেলে এরকমই হয়।’

Advertisement

এর পাশাপাশি মীনাক্ষী নিশানা বানিয়েছে দুর্গাপুরের গতবারের জয়ী বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া এবং এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকেও। তিনি বলেন, ‘শেষ ৫ বছরে বিজেপির এখানকার এমপি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া সংসদে দুর্গাপুরের হয়ে ক’টা কথা বলেছেন? দুর্গাপুরের ASP, DSP’র ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কতবার সংসদে সরব হয়েছেন তিনি? আমি এই প্রশ্ন যেমন করতে চাই বিজেপির কাছে, তেমনি আলুওয়ালিয়াজিকে যারা ভোটে জিতিয়েছেন, তাঁদেরকেও এই প্রশ্ন করতে চাই। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত সুরেন্দ্র সিংজি সংসদে কথা বলেছেন ১২ বার। তার মধ্যে মাত্র একবার দুর্গাপুরের জন্য কথা বলেছেন। এখন আবার মেদিনীপুর থেকে উড়ে এসে জুড়ে বসেছে এক ক্যান্ডিডেট। দুর্গাপুরের কাজ চাই। দুর্গাপুরের শিল্প খোলার জন্য সংসদে বলার লোক চাই।’

Advertisement
Tags :
Advertisement