For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে রাজ্যপালকে স্মারকলিপি, বিক্ষোভ বাংলা থেকে পঞ্জাবে

শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যের বিরুদ্ধে তাঁর গ্রেফতারি চেয়ে এদিন শিখ গুরুদ্বার কমিটির প্রতিনিধিরা রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
05:05 PM Feb 22, 2024 IST | Koushik Dey Sarkar
শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে রাজ্যপালকে স্মারকলিপি  বিক্ষোভ বাংলা থেকে পঞ্জাবে
Courtesy - Facebook, Twitter and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বিক্ষোভের পারা চলছে। বাংলা থেকে পঞ্জাব, মায় দেশের সব রাজ্যেই। বিক্ষোভ বিজেপির ধর্মীয় ও জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে। বিক্ষোভ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Aadhikari) বিরুদ্ধে। নেপথ্যে ধামাখালিতে রাজ্য পুলিশের(West Bengal State Police) কর্তব্যরত ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল সুপারিনটেনডেন্ট(Special Superintendent Intelligence Bureau) তথা IPS আধিকারিক জসপ্রীত সিংকে(Jaspreet Singh) উদ্দেশ্য করে ‘খালিস্তানি’ শব্দ(Khalistani Remarks) ব্যাবহার করার ঘটনা। সূত্রে জানা গিয়েছে পঞ্জাবের একাধিক থানায় শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে নানা শিখ সম্পদায়ের তরফে। এমনকি পঞ্জাবের রাজ্য সরকারও শুভেন্দুর বিরুদ্ধে Section 295A মেনে FIR দায়ের করার পথে এগোচ্ছে। তার মাঝেই এদিন কলকাতার রাজভবনে শিখ গুরুদ্বার কমিটির(Sikh Gurdwara Committee) প্রতিনিধিরা রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) সঙ্গে দেখা করে তাঁকে স্মারকলিপি প্রদান করেছেন। সেই সঙ্গে তাঁকে আবেদন জানিয়েছেন এই বিষয়ে কড়া পদক্ষেপ করার।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে শিখ গুরুদ্বার কমিটির সাত সদস্যের প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেয়। পরে রাজভবনের বাইরে বেরিয়ে স্মারকলিপিটি পড়ে শোনান প্রতিনিধিদলের অন্যতম সদস্য গুরমিত সিংহ। তাঁর দাবি, IPS আধিকারিককে ‘খলিস্তানি’ বলে অপমান করে শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রতিনিধিদল শিখ ধর্মাবলম্বীদের পাগড়ি অর্থাৎ ‘পবিত্রতা’ এবং‌ ‘আত্মসম্মান’কে অপমান করেছেন। তাও দোষীদের বিরুদ্ধে রাজ্যপালকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তাঁদের দাবি, রাজ্যপাল নিজেও এই ঘটনার নিন্দা করেছেন। তবে যে হেতু বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত, তা-ই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। প্রতিনিধিদল দলটি এ-ও জানায় যে, রাজ্যপাল তাঁদের রাজভবনের জমিতে পঞ্জাবি বাগ তৈরি করার আশ্বাস দিয়েছেন এবং আগামী শুক্রবার তিনি রাজভবনে ভগৎ সিংহের একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করবেন।

Advertisement

রাজভবনের তরফে আশ্বাস পাওয়ার পরেও অবশ্য এখনই বিক্ষোভের পথ থেকে সরে আসছেন না শিখ সম্প্রদায়ের নেতারা। মঙ্গলবার থেকেই তাঁরা টানা বিক্ষোভ অবস্থান শুরু করেছেন বঙ্গ বিজেপির পুরাতন রাজ্য কার্যালয় ৬ নম্বর মুরলীধর সেন লেনের দফতরের সামনে। এদিন তো সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুলও দাহ করা হয়। শিখদের বিরুদ্ধে হওয়া অপমান যে কারও সঙ্গে হতে পারে, এমনটা জানিয়েই শিখ নেতারা আগামিকাল অর্থাৎ শুক্রবার দুপুর ২টোয় সকল সম্প্রদায়ের মানুষকে তাঁদের অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন।

একই সঙ্গে এদিন যখন শিখ সমাজের প্রতিনিধিরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দোষী বিজেপি নেতাদের গ্রেফতারির দাবি জানাচ্ছেন, ঠিক তখনই আসানসোলে ধাদকায় বিজেপির জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, শুভেন্দু যা করেছেন তা অত্যন্ত ঘৃণ্য কাজ। তাই বিজেপিকে তাঁদের দলীয় বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিক্ষোভ প্রদর্শন কালে তাঁরা শুভেন্দুর বিরুদ্ধেও মুহুর্মুহু স্লোগান দেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সুরেন্দ্র সিংহ জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে। পুলিশ যেন তদন্ত করে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। বিজেপি নেতৃত্বকেও বিনা শর্তে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তাঁরা। তাঁদের হুঁশিয়ারি, দাবি মানা না হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে গোটা রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষ।

Advertisement
Tags :
Advertisement