For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

তাজ হোটেলে পথকুকুরদের আশ্রয়, রতন টাটার মানবিক উদ্যোগে মুগ্ধ মিমি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা শোনা মাত্রই পশুপ্রেমীরা উল্লসিত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে একজন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তিনিও খবরটি শুনে দারুণ খুশি। কারণ মিমি নিজেও বরাবরই পশুপ্রেমী।
02:30 PM May 31, 2024 IST | Susmita
তাজ হোটেলে পথকুকুরদের আশ্রয়  রতন টাটার মানবিক উদ্যোগে মুগ্ধ মিমি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পথ কুকুরদের নিয়ে হাজার হাজার মানুষের বিরক্তি। যার জেরে বলি হচ্ছে নিরীহ পশুরা। বিষ খাইয়ে মেরে ফেলা হচ্ছে, আবার পিটিয়েও মেরে ফেলা হচ্ছে পথ কুকুরদের। নির্বোধদের কাণ্ডের প্রতিবাদে মাঝে মধ্যেই রাস্তায় নামে পশুপ্রেমীদের দল। কিন্তু তাতেও কোনও লাভ হয়না। পাপিরা তো পাপ করেই যাবে! বিবেকানন্দ বলেছিলেন, “জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর…”। অথচ সেই জীবকূল এখন অন্তর্দন্দ্বে লিপ্ত! প্রতিনিয়ত মানুষে মানুষে হানাহানি, রক্তপাতের ঘটনা ঘটেই চলেছে। যাতে বলি হচ্ছে নিরীহ পশুরাও। কিন্তু তাদের হয়ে আওয়াজ তোলেন ক'জন। বিশেষ করে, রাস্তার কুকুরদের নিত্যদিন কপালে জোটে দূর ছাই তকমা। এমনকী তাদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হচ্ছেন পশুপ্রেমীদেরও।

Advertisement

এবার সেই সকল পথ কুকুরদের জন্যে অভিনব উদ্যোগ নিলেন রতন টাটা (টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক)। যার মানবিক দিকগুলি নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছেই মানব মনে। এবার তিনি নিজের তাজ হোটেল চত্বরে পথপশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার কড়া নির্দেশ দিলেন কর্মীদের। গতকালই সামনে এসেছে এই দুর্দান্ত খবরটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা শোনা মাত্রই পশুপ্রেমীরা উল্লসিত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে একজন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তিনিও খবরটি শুনে দারুণ খুশি। কারণ মিমি নিজেও বরাবরই পশুপ্রেমী। খবরটি শোনা মাত্রই অভিনেত্রী রতন টাটার মানবিক উদ্যোগে কুর্ণিশ জানালেন। মিমির বাড়িতেও দুই পোষ্য সন্তান রয়েছে। পথপশুদের অত্যাচেরর বিরুদ্ধেও তিনি মাঝে মধ্যেই আওয়াজ তোলেন। এবার রতন টাটার মানবিক উদ্যোগের বিষয়টি ইনস্টা স্টোরিতে শেয়ার করে মিমি লিখলেন, “সত্যিকারের অনুপ্রেরণা। যদি সবাই এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাঁদের মধ্যে রয়েছে, তাঁরাই প্রকৃত অর্থে ধনী।”

Advertisement

আসলে রতন টাটার এহেন নির্দেশের বিষয়টি অনেকদিনের আগের হলেও এতদিন কেউ জানতেন না। সম্প্রতি রুবি খান নামে জনৈক এইচআর তাজ হোটেলে একটি কুকুরকে শুয়ে থাকতে দেখে হতবাক হয়ে কর্মীদের জিজ্ঞাসা করেন, সে এখানে কেন। তখনই কর্মীরা তাঁকে জানায়, কুকুরটি জন্মের পর থেকেই সেখানে থাকে। রতন টাটার কড়া নির্দেশ রয়েছে, পথপশুরা যদি তাঁর হোটেলে প্রবেশ করে, তবে তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়।সেই ঘটনাটিই রুবি খানই তাঁর নিজস্ব সোশাল দেওয়ালে তুলে ধরেন। যা কিনা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। তারপরেই এমন পোস্ট করলেন মিমি।

Advertisement
Tags :
Advertisement