For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

হাতছাড়া ভারতের, 'মিস ওয়ার্ল্ড'-এর খেতাব জিতলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা

লেবাননের ইয়াসমিনা জায়তুন হয়েছেন প্রথম রানার আপ। 'মিস ওয়ার্ল্ড ২০২৪' বিজয়ী, ক্রিস্টিনা পিসজকোভা ব্যক্তিগত জীবনে একজন ছাত্রী, সমাজসেবি এবং আন্তর্জাতিক মডেল।
10:56 AM Mar 10, 2024 IST | Sushmitaa
হাতছাড়া ভারতের   মিস ওয়ার্ল্ড  এর খেতাব জিতলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা
Advertisement

নিজস্ব প্রতিনিধি: একটুর জন্যে হাত ফসকে গেল ভারতের। চলতি বছর ভারতেই বসেছিল বিশ্বমানের বিউটি কনটেস্ট 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতার আসর। তাও আবার প্রায় ২৮ বছর পর। গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিউ দিল্লিতে শুরু হয় এই সৌন্দর্য প্রতিযোগিতা। শেষ হল গতকাল শনিবার ৯ মার্চ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার পরেও ভারত থেকে কেউ জিততে পারল না 'মিস ওয়ার্ল্ড ২০২৪'-এর মুকুট। টপ ৪ এ আসতে গিয়েই ছিটকে যায় সিনি শেট্টি। মাত্র ২২ বছর বয়সী সিনি ২০২২ সালে 'মিস ইন্ডিয়া' হয়েছিলেন। সেই সূত্র ধরেই 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রায় ১১১ টি দেশের ১৪০ জন প্রতিযোগী এ বছর অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। টপ ৫-এও পৌঁছেছিলেন ভারতীয় সুন্দরী সিনি শেট্টি।

Advertisement

কিন্তু শেষ পর্যন্ত আর বিজয়ীর মুকুট জেতা হল না তাঁর। টপ ৪ থেকেই ছিকটে গেলেন। আর সবাইকে হারিয়ে ৭১ তম 'মিস ইন্ডিয়া'র মুকুট জিতে নিলেন Czech Republic-এর ক্রিস্টিনা পিসজকভ। গতকাল মুম্বাইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল 'মিস ওয়ার্ল্ড ২০২৪' প্রতিযোগিতার আসর। সেখানেই সকলকে হারিয়ে বিজয়ী হলেন Czech Republic-এর ২৪ বছর বয়সী Krystyna Pyszkova। এদিন বিজয়ীকে উত্তরসূরী মুকুট পরালেন গত বছরের বিজয়ী, মিস ওয়ার্ল্ড ২০২২ পোল্যান্ডের ক্যারোলিনা বিলাভস্কা। লেবাননের ইয়াসমিনা জায়তুন হয়েছেন প্রথম রানার আপ। 'মিস ওয়ার্ল্ড ২০২৪' বিজয়ী, ক্রিস্টিনা পিসজকোভা ব্যক্তিগত জীবনে একজন ছাত্রী, সমাজসেবি এবং আন্তর্জাতিক মডেল।

Advertisement

এছাড়াও তিনি একইসঙ্গে একজন আইন এবং ব্যবসায়িক ডিগ্রি অর্জনের জন্যে অধ্যয়ন করছেন। শুধু তাই নয়, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একটি বিবৃতি অনুযায়ী, ক্রিস্টিনার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল তানজানিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ইংরেজি স্কুল খোলা। যেখানে তিনি স্বেচ্ছাসেবিকা হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও সঙ্গীতের প্রতি তাঁর গভীর অনুরাগ রয়েছে। ট্রান্সভার্স বাঁশি এবং বেহালা বাজাতে পারেন তিনি। এ বছর মিস ওয়ার্ল্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে হোস্ট করেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। এছাড়াও প্রতিযোগিতার বিচারক ছিলেন, কৃতি শ্যানন, মানুশি চিল্লার, পূজা হেগড়ে, হরভজন সিং, রজত শর্মা, আম্রুতা ফড়নবিস, বিনীত জৈন, জুলিয়া মোর্লে সিবিই, এবং জামিল সাইদি-সহ বলিউডের একাধিক খ্যাতনামা মুখ।

Advertisement
Tags :
Advertisement