OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বিধানসভা থেকে ছুটি চাইলেন, পেলেনও, বিধায়ক অদিতি মুন্সী

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগদান করা থেকে অব্যাহতি চেয়ে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অদিতি। সেই আর্জি মঞ্জুর করেছেন অধ্যক্ষ।
01:54 PM Dec 01, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী CBI। আর এদিন তিনি নিজে ছুটি চাইলেন রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধ্যক্ষের কাছে। নজরে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি(Aditi Munshi)। গতকাল Search Warrant হাতে নিয়েই CBI আধিকারিকেরা অদিতি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর দু-দুটো বাড়িতে তল্লাশি চালিয়ে খালি হাতেই ফিরে গিয়েছেন রাজ্যের সরকারি স্কুলে নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্তে নামা CBI আধিকারিকেরা তল্লাশির পাশাপাশি চালিয়েছিলেন জিজ্ঞাসাবাদও। সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ(Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) কাছে ছুটির আবেদন জানিয়েছেন বিধায়িকা অদিতি মুন্সি। তাঁর আর্জি, তাঁকে যেন শীতকালীন অধিবেশনে যোগদান করা থেকে অব্যাহতি দেওয়া হয়। কারণ তিনি অসুস্থ। আর এই অবস্থায় বিধানসভায় গিয়ে অধিবেশনে যোগদান করা সম্ভব নয়। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই আর্জি মঞ্জুর করেছেন বলেই জানা গিয়েছে।

অদিতি ২০২১ সালের বিধানসভা ভোটে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক। বিধানসভার অধিবেশনে নিয়মিত ভাবেই দেখা যায় তাঁকে। সাধারণত মেদিনীপুরের বিধায়ক জুন মাল্যের পাশের আসনটিতে এসে বসেন। কম কথা বলেন। সব বিতর্কে অংশ না নিলেও শোনেন সবটাই। তবে এ বারের বিধানসভায় শুরু থেকেই তিনি অনুপস্থিত। তার কারণ অবশ্য অসুস্থতাই। গত কয়েকদিন ধরেই গলার সমস্যায় ভুগছেন অদিতি। গলার জন্য গত কয়েকদিন ধরেই পর পর অনুষ্ঠান বাতিল করেছেন। এমনকি, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সরকারি অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার কথা থাকলেও গাইতে পারেননি। সম্ভবত সেই জন্যই বিধানসভাতেও আসতে পারছিলেন না তিনি। যদিও এ বারের বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরুর আগে বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিল শাসকদল তৃণমূল। বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটিকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিধায়কদের উপস্থিতি নিশ্চিত করতে বিধানসভার অধ্যক্ষের ঘরে রাখা হয়েছিল একটি নামের খাতা। তাতে সই করে বিধানসভায় ঢুকতে হচ্ছিল বিধায়কদের। কিন্তু অদিতি আসেননি। খাতায় সই করাও হয়নি তাঁর।

গত ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। কিন্তু অদিতি সেখানে ছিলেন না। এঁর মধ্যেই বৃহস্পতিবার সকালে CBI’র অভিযান। সূত্রের খবর, অদিতির ছুটির আবেদনও বৃহস্পতিবারই আসে বিধানসভার অধ্যক্ষের কাছে। ছুটির কারণ হিসাবে অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সেই চিঠি সম্ভবত অধিবেশনের পরই এসে থাকবে। তাই শুক্রবার অধিবেশনের শুরু হওয়ার পরই চিঠির উত্তর দেন অধ্যক্ষ। এদিন অধ্যক্ষ জানান, বিধায়ক অদিতি মুন্সী অসুস্থ। তাই তিনি অধিবেশনে যোগ দান করতে পারবেন না। বিধানসভার তরফে সেই চিঠি মঞ্জুর করলাম। বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। ফলে এই অধিবেশনে হাজির থাকবেন না বিধায়ক অদিতি। শুক্রবার অবশ্য আরও এক বিধায়কের ছুটি মঞ্জুর করেছেন স্পিকার। কোচবিহারের বিধায়ক প্রসেনজিৎ বর্মণ তাঁদের এলাকার রাস উৎসবের জন্য ছুটি চেয়েছিলেন। সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে।

Tags :
Aditi MunshiBiman banerjeeCBISearch WarrantSpeakerWest Bengal State Assembly
Next Article