For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কলকাতার উন্নয়নে ৫০০ কোটি টাকা দিচ্ছে মোদি সরকার

নরেন্দ্র মোদির সরকার ৫০০ কোটি টাকা দিচ্ছে কলকাতা পুরনিগমকে। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় মিলবে এই টাকা। বছর ধরে পাওয়া যাবে ১০০ কোটি টাকা করে।
03:38 PM Nov 02, 2023 IST | Koushik Dey Sarkar
কলকাতার উন্নয়নে ৫০০ কোটি টাকা দিচ্ছে মোদি সরকার
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার(Kolkata) বুকে নানা উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার(Narendra Modi Government) ৫০০ কোটি টাকা দিচ্ছে কলকাতা পুরনিগমকে(KMC)। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় মিলবে এই টাকা। তবে এই টাকা একলপ্তে মিলবে না। আগামী ৫ বছর ধরে পাওয়া যাবে ১০০ কোটি টাকা করে। পুজোর আগে দিল্লিতে দেশের বিভিন্ন পুরনিগমকে নিয়ে অর্থ কমিশনের একটি বৈঠক হয়েছিল। সেখানে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন পুরকমিশনার(Commissioner of KMC) বিনোদ কুমার, পুরনিগমের নিকাশি বিভাগের ডিজি শান্তনু ঘোষ সহ একাধিক পুর আধিকারিক। বৈঠকে ছিলেন দিল্লি, মুম্বই, চেন্নাই সহ দেশের বিভিন্ন পুরনিগমের আধিকারিকরা। সেখানে কলকাতার পুরকর্তারা শহরের বিভিন্ন এলাকায় কী কাজ হয়েছে এবং টাকা পেলে তাঁরা আরও কোন-কোন কাজ করবেন সেই পরিকল্পনার কথা জানান। এরপরেই কেন্দ্রীয় অর্থ কমিশনের কর্তারা কলকাতা পুরনিগমকে দেশের মধ্যে সব থেকে বেশি আর্থিক অনুদানের সবুজ সঙ্কেত দেন।

Advertisement

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, নিকাশি সংস্কার ও পরিবেশ উন্নয়নের কাজে ব্যবহার করার শর্তে এই ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই টাকা যেমন ধাপে ধাপে ঢুকবে ঠিক তেমন ভাবেই নিকাশি ও পরিবেশ রক্ষায় পরিকাঠামোর কাজে লাগানো হবে। প্রথম ধাপে মিল্ক কলোনি, পামার বাজার, গুলশন কলোনি সহ কয়েকটি জায়গায় ছোট মাপের নিকাশি পাম্পিং স্টেশন হবে। এছাড়া সংযোজিত এলাকায় ৩০ কিলোমিটার লম্বা একটি নিকাশি খাল কাটা হবে। পরিবেশ রক্ষায় নতুন পুকুর কাটা এবং নতুন ব্যারেজ হবে। দুর্যোগের পূর্বাভাস পেতে ওয়ার্নিং সিস্টেম(Warning System) প্রযুক্তির ব্যবহারও চালু হবে। এরই পাশাপাশি বৃষ্টির জল ধরার জন্য একাধিক ছোট জলাধার নির্মাণ এবং বেহালা, জোকায় নিকাশি খাল সংস্কার করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেই পুরনিগম সূত্রে জানা গিয়েছে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement