OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘রামের অনুগামীই নন মোদি’, ঝাঁঝালো আক্রমণ স্বামীর

এতদিন দেশের শঙ্করাচার্যরা যে প্রশ্ন তুলে এসেছেন এদিন সেটাই শোনা গিয়েছে স্বামীর মুখে। ‘মোদি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে গাজোয়ারি দেখাচ্ছেন।’
11:39 AM Jan 22, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশ আজ তাকিয়ে রামমন্দিরের পানে। তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) দিকে। সেই দিনেই তাঁকে ঝাঁঝালো আক্রমণ শানলেন বিজেপিরই নেতা সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy)। সাফ জানালেন, ‘মোদি তো রামের অনুগামীই নন। উনি কোনওদিনই ভগবান রামকে অনুসরণ করেননি। রাম রাজ্যও গড়ে তোলেননি। গত এক দশকে নিজের স্ত্রীর প্রতি কী ব্যবহার করেছেন, দেখেছেন সকলে। মোদি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে গাজোয়ারি দেখাচ্ছেন।’ ট্যুইট মোদি বিরোধী স্বামীর। আর এই ট্যুইট(Tweet) নিয়েই এখন বিতর্ক বেঁধেছে গেরুয়া শিবিরে। কার্যত বেশ অস্বস্তিতেই পড়ে গিয়েছেন তাঁরা। কেননা এদিন অযোধ্যায় রামমন্দিরের যে উদ্বোধন(Ayodhya Rammandir Inauguration) এবং সেখানে রামলালার মূর্তির প্রতিষ্ঠার যে অনুষ্ঠান হতে চলেছে সেখানে মূল অতিথিই প্রধানমন্ত্রী। তিনিই নিজে হাতে মহেন্দ্রক্ষণে রামলালার(Ramlala) মূর্তি প্রতিষ্ঠা করবেন। আর সেই দিনেই কিনা তাঁকে বাক্যবাণে বিঁধলেন স্বামী।  

যদিও স্বামীর এই মোদি বিরোধিতা কার্যত নতুন কোনও ঘটনা নয়। তিনি এর আগেও একাধিকবার সরব হয়েছেন মোদির বিরুদ্ধে। কিন্তু তিনি যে আজকের দিনে মোদিকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে নিশানা বানাবেন সেটা সম্ভবত কেউই ভাবেননি। এদিন স্বামী শুধু মোদিকে নিশানা বানিয়েই ক্ষান্ত হননি। তিনি এদিন অর্ধনির্মীত মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। এতদিন দেশের শঙ্করাচার্যরা যে প্রশ্ন তুলে এসেছেন এদিন সেটাই শোনা গিয়েছে স্বামীর মুখে। রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে দীর্দিন ধরে যুক্ত থাকা স্বামী প্রশ্ন তুলেছেন, কোন শাস্ত্রে বলা আছে যে অর্ধনির্মীত মন্দিরে গায়ের জোরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে! কার্যত এই প্রশ্ন তুলেই এদিন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও অযোধ্যামুখী হননি দেশের একটা বড় অংশের সাধু সন্ন্যাসীরা। সেই নিয়ে অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবিরও। স্বামী কার্যত সেই অস্বস্তিকে আরও একটু খুঁচিয়ে দিলেন এদিন।

Tags :
Ayodhya Rammandir InaugurationNarendra modiRamlalaSubramanian SwamyTweet.
Next Article