OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গাজায় ইজরায়েলের হানায় নিহত ১৩ হাজারের বেশি শিশু, দাবি ইউনিসেফের

01:22 PM Mar 18, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : ২০২৩ সালের অক্টোবর থেকেই গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে লাগাতার যুদ্ধ চলছে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও নামই নেই। তবে এরইমধ্যে গাজা ভূখণ্ডে হাজার হাজার শিশুর মৃত্যু হয়েছে। চরম অপুষ্টিতে ভুগছে শিশুরা। সম্প্রতি রাষ্ট্রসংঘের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত গাজা ভূখণ্ডে ৩১ হাজারেরও বেশি প্যালেস্টাইন নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। ইউনিসেফের এক প্রতিনিধি ক্যাথরিন রাসেল জানিয়েছেন, যুদ্ধে হাজার হাজার শিশু আহত হয়েছে। কিন্তু তারা যে কোথায় রয়েছে, তা জানা নেই। সম্ভবত তারা হয়ত ধ্বংসস্তুপের নীচেই পড়ে রয়েছে। এর আগে বিশ্বের আর কোনও যুদ্ধে শিশু হত্যার ছবি দেখা যায়নি।

শুধু শিশু হত্যাই নয়, রাষ্ট্রসংঘের এই প্রতিনিধির বক্তব্যে উঠে এসেছে শিশুদের চরম অপুষ্টির ছবিও। সম্প্রতি ইউ এন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজির একটি পোস্টে বলা হয়েছে, গাজায় চরম অপুষ্টিতে ভোগা শিশু ক্রমশ বাড়ছে। প্রতি তিনটি শিশুর মধ্যে একটি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এই প্রসঙ্গে ইউনিসেফের মুখপাত্র ক্যাথরিন রাসেল জানান, ‘আমি শিশুদের ওয়ার্ডে গিয়েছিলাম। এরা ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। শিশু ওয়ার্ডটির পরিস্থিতি এতটাই করুণ ছিল যে তাদের কাঁদার মতো শক্তি ছিল না।‘  উল্লেখ্য, গাজা ভূখণ্ডে লাগাতার মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সারা বিশ্বের কাছে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে ইজরায়েলি সেনাদের। গত ৭ অক্টোবর হামাস গোষ্ঠীর আকস্মিক হামলার পরই পাল্টা আক্রমণ শুরু করেছে ইজরায়েলি সেনা।

Tags :
ChildrenGazaisrael warUNICEF
Next Article