OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কথা বলার মতো অবস্থায় নেই মুকুল, জানালেন শুভ্রাংশু

শুভ্রাংশু রায় জানিয়েছেন, তাঁর বাবার আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তবে কথা বলার মতো অবস্থায় নেই।
09:55 AM Jul 05, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কাঁচড়াপাড়ার বাড়িতে ঘরের মধ্যে হাঁটতে গিয়ে বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন রাজ্য রাজনীতির একসময়কার চাণক্য হিসাবে পরিচিত মুকুল রায়(Mukul Roy)। তার জেরে বুধবার রাতেই প্রথমে কাঁচড়াপাড়া থেকে কল্যাণী হাসপাতালে ও পরে কলকাতায় নিয়ে চলে আসা হয়। বুধবার মাঝরাতেই তাঁর ব্রেন অপারেশন(Brain Operation) করা হয় বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে। সেই অপারেশন সফল হল মুকুলকে পাঠানো হয়েছিল ভেন্টিলেশনে(Ventilation)। এবার মুকুল পুত্র শুভ্রাংশু রায়(Suvrangshu Roy) জানিয়েছেন, তাঁর বাবার আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তবে তাঁর বাবা কথা বলার মতো অবস্থায় নেই।

জানা গিয়েছে, বুধবার বাড়িতে পড়ে যাওয়ায় মুকুলের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। তার জেরেই তড়িঘড়ি করে মুকুলের ব্রেন অপারেশন করতে হয়। হাসপাতাল সূত্রে খবর, ‘সাবডিউরাল হেমাটোমা’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল। এরপরেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বার করেন। তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আপাতত তাঁকে আইসিইউ-তে অক্সিজেন সাপোর্টে(Oxygen Support in ICU) রাখা হয়েছে। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। এই প্রসঙ্গে শুভ্রাংশু জানিয়েছেন, ‘বাবা আগের থেকে থেকে একটু ভালো আছেন। তবে পুরোপুরি আগের মতো নন তিনি। বাবাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছে। জ্ঞান পুরোপুরি ফেরেনি। ঠিক মতো কথা বলতে পারছেন না।’  

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল রায়। সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকেও অনেকটাই দূরে ছিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে খবর, ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। যেহেতু ‘ব্রেন অপারেশন’ সেই কারণে তাঁর সুস্থ হয়ে ওঠতে সময় লাগবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, স্ত্রীর মৃত্যুর পর থেকেই মুকুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এর প্রভাব পড়ে তাঁর শরীরের ওপরেও। তাঁর ডায়াবিটিসের সমস্যা রয়েছে। পাশাপাশি কমেছে স্মৃতিশক্তিও। রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ এই রাজনৈতিক নেতা এখন অনেককেই ঠিকমতো চিনতে পারেন না সকলকে। আবার শরীরে মাত্রাতিরিক্ত শর্করা থাকার জন্য তাঁকে ইনসুলিন নিতে হয় নিয়মিত।

Tags :
Brain OperationMukul royOxygen Support in ICUSuvrangshu Royventilation
Next Article