OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স

02:40 PM Apr 11, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : দুদিন আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ঘরের মাঠে দ্বিতীয় জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মারা। তবে যাদের বিরুদ্ধে মুম্বই মাঠে নামছে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও তথৈবচ। পয়েন্ট তালিকায় মুম্বইয়েরও পিছনে রয়েছে আরসিবি। এই পরিস্থিতি দ্বিতীয় জয়ের ক্ষেত্রে কিছুটা হলেও আত্মবিশ্বাসী মুম্বই শিবির।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে দল নামানো হয়েছিল, দু-একজন বাদ দিলে সেই একই দল নামাতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। জানা যাচ্ছে, বাড়তি স্পিনার হিসাবে শামস মুলানিকে নামাতে পারে মুম্বই। তবে মুলানি যদি খেলে, তাহলে জসপ্রীত বুমরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। সেক্ষেত্র বুমরার পরিবর্তে মুম্বইয়ের ব্যাটিংয়ের সময়ে সূর্যকুমার যাদবকে খেলানো হতে পারে।

অন্যদিকে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে যথেষ্ট চাপে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু দলে বিরাট কোহলি ফর্মে থাকলেও আর কোনও ব্যাটসম্যান আগের ম্যাচগুলিতে তেমন নজর কাড়তে পারেননি। বিশেষ করে মিডল ওভারে আরসিবি ব্যাটসম্যানরা স্পিনারদের বিরুদ্ধে ঠিকভাবে খেলতে পারেনি। বিরাট কোহলি ও রজত পাতিদার ছাড়া কোনও ব্যাটসম্যানই মিডল ওভারে খেলতে তেমন সাবলীল নন। বিরাট ও রজত ছাড়া কারোরই স্ট্রাইক রেট ১১০-এর ওপরে পৌঁছোয়নি। জানা যাচ্ছে, মুম্বইয়ের তরফে বেশি করে স্পিনার ব্যবহার করার চিন্তাভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে স্পিনার শামস মুলানিকে ব্যবহার করার পাশাপাশি কুমার কার্তিকেয়কে ব্যবহার করার কথা জানা যাচ্ছে।

 

 

Tags :
cricketIPLIPL 2024Mumbai IndiansRcbROYAL CHALLENGERS BENGALURU
Next Article