OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মুম্বইয়ের হুক্কা বারে তল্লাশির সময়ে আটক কমেডিয়ান মুনাওয়ার ফারুকি

মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মুনাওয়ার ফারুকিও রয়েছেন বলে বুধবার জানিয়েছে মুম্বই পুলিশ।
10:36 AM Mar 27, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: কী সাংঘাতিক! সাপের বিষ পাচার কাণ্ডে দিন কয়েক আগেই গ্রেফতার হয়েছিলেন বিগবস ওটিটি ২-বিজয়ী এলভিশ যাদব। ৬ দিন জেল খাটার পর তিনি ছাড়া পান। এই ঘটনার দিন তিনেক পরেই আরেক ঘটনা সামনে এল! মুম্বইয়ের এক হুক্কাবারে অভিযান চালিয়ে পুলিশের হাতে আটক হলেন লকআপ এবং বিগবস ১৭ বিজয়ী তথা স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মুনাওয়ার ফারুকিও রয়েছেন বলে বুধবার জানিয়েছে মুম্বই পুলিশ।

তবে মুনাওয়ার ফারুকিকে পরে মুক্তি দেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা ANI-কে জানিয়েছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের ফোর্ট এলাকায় হুক্কা পার্লারটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। আর সেখানেই মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় ৪,৪০০ নগদ এবং ১৩,৫০০ মূল্যের নয়টি হুক্কার পাত্র জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত ঠিক ১০.৩০ টার সময় ওই হুক্কা পার্লারে অভিযানে নামে মুম্বই পুলিশ। তাঁদের অভিযান শেষ হয় বুধবার ভোর ৫টার সময়। তখনই ১৪ জনকে আটক করে পুলিশ। যাঁদের মধ্যে মুনাওয়ার ফারুকিও ছিলেন। তামাকজাত দ্রব্য আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন, "অভিযানের সময়, পুলিশ স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীকে অন্যদের সঙ্গে যৌথভাবে হুক্কা ধূমপান করতে দেখে। আমাদের কাছে তাদের কুকর্মের একটি ভিডিওও রয়েছে। আমরা ফারুকী এবং অন্যদের আটক করেছিলাম, কিন্তু পরে তাদের বিরুদ্ধে ধারা চাপানোয় তাদের যেতে দেওয়া হয়। যা জামিনযোগ্য ছিল।" ৩২ বছর বয়সী রিয়েলিটি টিভি মুনাওয়ার ফারুকি কয়েক বছর আগে ইউটিউবে স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং র‌্যাপার হিসেবে জনপ্রিয় করেন। পাশাপাশি তিনি একাধিকবার বিতর্কেও জড়িয়েছিলেন। প্রথমবার ২০২১ সালে একটি স্ট্যান্ড-আপ শো চলাকালীন হিন্দু দেবদেবীদের সম্পর্কে খারাপ মন্তব্য করার পরে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।এই মামলায় তিনি এক মাস জেল খেটেছিলেন।

এরপরে, কৌতুক অভিনেতা ঘোষণা করেছিলেন যে ডানপন্থী গোষ্ঠীগুলির হুমকির কারণে দুই মাসের মধ্যে তার ১২ টি শো বাতিল হয়েছে, তাই তিনি কমেডি ছেড়ে দেবেন। এরপর ২০২২ সালে, ফারুকী রিয়েলিটি টিভি শো "লক আপ" এর মাধ্যমে আবারও নিজের পেশায় প্রত্যাবর্তন করেন। আর সেখানেই জেতেন। আর সদ্য শেষ হওয়া বিগবস ১৭ তে তিনি বিজয়ী হন। এবং লাইমলাইটে উঠে আসেন।

Tags :
munawar farooqui
Next Article