For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

চলতি বছরেই ৪ হাজার কোটি ডলারের সম্পদ খুঁইয়েছেন মাস্ক

06:20 PM Mar 09, 2024 IST | Mainak Das
চলতি বছরেই ৪ হাজার কোটি ডলারের সম্পদ খুঁইয়েছেন মাস্ক
Advertisement

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরই চার হাজার কোটি টাকার সম্পত্তি খুইয়েছেন টেসলার কর্নধার ইলন মাস্ক। শনিবার ক্লুমবার্গ বিলোনিয়ারের যে ইনডেক্স প্রকাশিত হয়েছে তাতে ধনী ব্যক্তিদের মধ্যে এক নম্বর স্থানে থাকা ইলন মাস্ক নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। গত কয়েক বছরের মধ্যে চলতি বছরই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মাস্ককে।

Advertisement

জানা গিয়েছে, টেসলার ২১ শতাংশ শেয়ার রয়েছে ইলন মাস্কের। সম্প্রতি টেসলার শেয়ারের দাম ২৯ শতাংশ কমে যায়। শেয়ারের দাম কমে যাওয়ার দরুণ এর সরাসরি প্রভাব পড়ে ইলন মাস্কের সম্পত্তিতে। কিন্তু কী কারণে টেসলার শেযার দাম কমল। জানা গিয়েছে, সম্প্রতি চিনে টেসলা কোম্পানির গাড়ি বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায়। শুধু তাই নয়, বার্লিনে গাড়ির উৎপাদনও সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। মনে করা হচ্ছে, অন্তর্ধাতের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। ২০২১ সালে যেখানে টেসলা কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বেড়েছিল, সেখানে চলতি বছর আচমকাই সংস্থার শেয়ারের দামে ধস নামে, যার সরাসরি প্রভাব পড়ে মাস্কের সম্পত্তিতে। শনিবার ব্লুমবার্গের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ইলন মাস্কের এখন সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৯০০ কোটি ডলার।

Advertisement

সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী, মাস্কের ওপরে রয়েছে বার্নার্ড আরনল্ট ও জেফ বেজস। বার্নার্ড আরনল্টের সম্পত্তির পরিমাণ ২০ হাজার একশো কোটি ডলার। আরনল্টের পরেই রয়েছে জেফ বেজসের স্থান। জেফ বেজসের সম্পত্তির পরিমাণ ১৯ হাজার ৮০০ কোটি ডলার। চলতি সপ্তাহের মাস্কের ছেড়ে যাওয়া শীর্যস্থান দখল করেছিলেন আমাজন কর্তা। তবে পরে আরনল্ট বেজসের জায়গা দখল করেন। জানা গিয়েছে, মাস্কের পরেই জায়গা করে নিয়েছেন ফেসবুকের কর্নধার মার্ক জুকেরবার্গ। জুকেরবার্গের এখন সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ২০০ কোটি ডলার।

Advertisement
Tags :
Advertisement