For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বরফের দেখা নেই, উইন্টার গেমস নিয়ে অনিশ্চয়তা

02:42 PM Jan 15, 2024 IST | Mainak Das
বরফের দেখা নেই  উইন্টার গেমস নিয়ে অনিশ্চয়তা
Advertisement

নিজস্ব প্রতিনিধি : ভরা শীতেও বরফের দেখা নেই উত্তর কাশ্মীরের গুলমার্গে। এর জেরে পিছিয়ে যেতে বসেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল এই উইন্টার গেমসের। কিন্তু পরিস্থিতি যা, তাতে দুই থেকে তিন সপ্তাহ পিছিয়ে যেতে পারে উইন্টার গেমস।

Advertisement

আগামী ২ থেকে ৬ ফেব্রুয়ারি মধ্যে উত্তর কাশ্মীরের গুলমার্গে স্কি রিসর্টে হওয়ার কথা ছিল উইন্টার গেমসের। জম্মু কাশ্মীর সরকারের সহযোগিতায় কাশ্মীরের উইন্টার গেমস অ্যাসোসিয়েশন ও অলিম্পিক অ্যাডহক কমিটি ফর স্কি অ্যান্ড স্লোবোর্ড ইন্ডিয়া এই প্রতিযোগিতার আয়োজন করছে। এই প্রতিযোগিতার আয়োজনের পিছনে রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু চলতি বছর এই উত্তর কাশ্মীর এলাকায় এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত বরফ ঢাকা ল্যান্ডস্কেপের ওপরই এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। কিন্তু এই বছর বরফের ঘাটতি দেখা দিয়েছে। ফলে কবে এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Advertisement

জম্মু কাশ্মীরের উইন্ডার গেমস অ্যাসোসিয়েশনের প্রেসিডে্ন্ট রাউল ট্রাম্বু জানান, পরিস্থিতি যা তাতে এই প্রতিয়োগিতার আয়োজন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এছাড়া কোনও বিকল্প নেই। এই মাসে আর বরফ পড়ার কোনও সম্ভাবনা নেই। একইসঙ্গে জম্মুর উইন্টার গেমস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানান. এই বছর যে সব পর্যটকরা বরফ দেখতে এই উত্তর কাশ্মীরে আসছেন, তাঁদের নিরাশ হতে হচ্ছে। কারণ, পর্যটকরা কোনও বরফের দেখা পাননি। এরফলে যে সব উইন্টার স্পোর্টস এই সময় হয়ে থাকে, সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুলমার্গের এই পরিস্থিতির কথা এক্স হ্যান্ডেলে লেখেন ইউসুফ জামিল। এই প্রসঙ্গে তিনি জানান, ‘শীতের সময় আমি এখন গুলমার্গে। যখন বরফে ঢাকা ল্যান্ডস্কেপ থাকার কথা, তখন বরফের দেখা না পাওয়া সত্যিই খুব চিন্তার। কবে যে বরফের দেখা মিলবে, বুঝতে পারছি না।‘

Advertisement
Tags :
Advertisement