For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শিলিগুড়িতে জলসঙ্কট রুখতে নয়া পদক্ষেপ নবান্নের

06:55 PM May 30, 2024 IST | Srijita Mallick
শিলিগুড়িতে জলসঙ্কট রুখতে নয়া পদক্ষেপ নবান্নের
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়িতে তীব্র পানীয় জলের সঙ্কট । আর তাতেই নাজেহাল অবস্থা আমজনতা। এই আবহে জলসংকট রুখতে পথে নামল নবান্ন। পানীয় জলের চাহিদা মেটাতে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট (এমটিউই)-এর গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে  জনস্বাস্থ্য কারিগরি দফতর। যতক্ষণ না শিলিগুড়িতে জলসংকট কাটছে ততদিন থাকবে এমটিউই গাড়ি।

Advertisement

জানা গিয়েছে, সেই গাড়িতে থাকা বিশেষ প্রযুক্তির মাধ্যমে শিলিগুড়ির স্থানীয় পুকুরের জলকে দ্রুত পানীয়তে পরিশ্রুত করা হবে। নবান্ন সূত্রে খবর জনস্বাস্থ্য কারিগরি দফতরের নর্দার্ন জোনে থাকা দু’টি গাড়িকে শিলিগুড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মালদা এবং কোচবিহার থেকে ওই গাড়িগুলিকে পাঠান হবে। মোট তিনটি এমটিইউ গাড়ি শিলিগুড়িতে মেটাবে জলসঙ্কট । জানা গিয়েছে এমটিইউ একটি গাড়ি থেকে  প্রতি দিন দেড় লাখ পাউচ জল উৎপাদন করা সম্ভব। আর  তাতেই কিছুটা কমবে পানীয় জলের সঙ্কট । অন্যদিকে বৃহস্পতিবার  থেকে রোজ পুরনিগম এলাকায় ১ লাখ করে জলের পাউচ বিলি করবে পুরসভা। জলকষ্ট দূর করতে সচেষ্ট প্রশাসন।

Advertisement

উল্লেখ্য গত বুধবার মেয়র গৌতম দেব জানান,  মহানন্দার জল সরবারহ করে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। তাই আগামী ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য বাসিন্দাদের নির্দেশ দিয়েছে মেয়র।আর তাতেই বাড়ছে পানীয় জলের সংকট। সেই ইস্যুকে সামনে রেখেই পথে নামে সিপিএম এবং এসইউসিআই। শুরু হয়েছে বিক্ষোভ। এই আবহে নড়েচড়ে বসল নবান্ন। 

Advertisement
Tags :
Advertisement