OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রিমলের জেরে বাতিল উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন

10:57 AM May 29, 2024 IST | Reshmi Khatun
courtesy google

নিজস্ব প্রতিনিধি :  ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে এখনও পর্যন্ত ভুগতে হচ্ছে গোটা বাংলাকে। বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন। ফলে যাত্রীদের দূর্ভোগের শিকার হতে হচ্ছে।শুধু তাই নয় বেশ কিছু ট্রেনেও গন্তব্য স্টেশন কমিয়ে দেওয়া হয়েছে। এককথায় ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷ এবার ঘূর্ণিঝড় রিমলের জেরে বিপর্যস্ত হল উত্তর পূর্ব ভারতের ট্রেন চলাচল৷ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীনে সাইক্লোনের প্রভাবের জন্য নিউ হাফলং – জাতিঙ্গা লামপুর সেকশন এবং ডিটকছড়া ইয়ার্ডে ট্র্যাকে জল জমে থাকার কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল, আংশিকভাবে বাতিল এবং সময় পুনর্নির্ধারিত হয়েছে। এগুলোর বিবরণ নিচে দেওয়া হল-

বাতিল ট্রেন :  ২৯ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৫৬১৫ (গুয়াহাটি – শিলচর) এক্সপ্রেস, ট্রেন নং- ১৫৮৮৮/১৫৮৮৭ (গুয়াহাটি – বদরপুর – গুয়াহাটি) টুরিস্ট এক্সপ্রেস।

 ৩০ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৩১৭৩ (শিয়ালদহ – আগরতলা) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস।

৩১ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং - ১২৫০৩ (এসএমভিটি বেঙ্গালুরু -আগরতলা) হমসফর এক্সপ্রেস।

আংশিক বাতিল ট্রেন : ২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৫৬১৬(শিলচর – গুয়াহাটি) এক্সপ্রেস দামছড়ায় যাত্রা শেষ করবে এবং দামছড়া ও গুয়াহাটির মধ্যে বাতিল থাকবে।

২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৫৬১৮ (দুল্লভছড়া – গুয়াহাটি) এক্সপ্রেস বরাইগ্রামে সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বরাইগ্রাম ও গুয়াহাটির মধ্যে বাতিল থাকবে।

 ২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং- ১৩১৭৪ (আগরতলা – শিয়ালদহ) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ধর্মনগর-এ যাত্রা শেষ করবে এবং ধর্মনগর ও শিয়ালদহ-এর মধ্যে বাতিল থাকবে।

 ২৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়া ট্রেন নং- ১৩১৭৫ (শিয়ালদহ – আগরতলা) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস নিউ হাফলং-এ সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং নিউ হাফলং ও আগরতলার মধ্যে বাতিল থাকবে।

পুনর্নির্ধারণ সময় : ২৮ মে, ২০২৪ তারিখের ১৯:১৫ ঘন্টায় রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১৬ (শিলচর – কোইম্বাটোর জং.) এক্সপ্রেসটির সময় ২৯ মে, ২০২৪ তারিখের সকাল ৮:০০ টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

Tags :
Cyclone Remalcyclone remal effectcyclone remal effect in bangladeshCyclone Remal effect in west bengalNorth Eastern IndiaTrains Cancelled In North Eastern India
Next Article