For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিবাহ-বিচ্ছেদের ৬ মাস পর মা হতে চলার ঘোষণা নবনীতার

এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে কলি চরিত্রে অভিনয় করছেন নবনীতা। সেখানেই তাঁর চরিত্রটি অন্তঃসত্ত্বা। এমনিতে এখন আবার শোনা যাচ্ছে তিনি প্রেম করছেন অন্য কারুর সঙ্গে।
07:39 PM Jan 07, 2024 IST | Sushmitaa
বিবাহ বিচ্ছেদের ৬ মাস পর মা হতে চলার ঘোষণা নবনীতার
Advertisement

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক যেমন বিয়ের সানাই, তেমনি অভিনেত্রীদের মা হওয়ার ধুম। গত বছরের শেষেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন সুপারস্টার জিত। এছাড়াও সব্যসাচী চক্রবর্তীর বড় সন্তান গৌরব চক্রবর্তীও গতবছর বাবা হয়েছেন। সুতরাং টলিউডে এখন খুশির মরসুম। তবে এবার শোনা গেল, খুশির তালিকায় নাকি নাম লেখাতে চলেছেন অভিনেত্রী নবনীতা দাস। মা হতে চলেছেন অভিনেত্রী। কী অবাক হচ্ছেন তো?

Advertisement

ভাবছেন মাস কয়েক আগে ডিভোর্সের খবর দিলেন অভিনেত্রী নবনীতা দাস, এর মধ্যে আবার মা হতে চলেছেন তিনি? গত বছরের পুজোর আগেই ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের কথা ঘোষণার করেছিলেন নবনীতা দাস। যা কিনা রীতিমতো অবাক করেছিল সবাইকে। ২০১৯ সালে অভিনেতা জিতুকে ভালোবেসেই বিয়ে করেন নবনীতা। ভালই চলছিল সুখের সংসার, কিন্তু আচমকাই নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং জিতুর অভিনেত্রীকে সময় না দেওয়াই তাঁদের বিবাহ বিচ্ছেদের পথ উন্মুখ করে তোলে। তবে নবনীতা তাঁর বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানালেও জিতু এই বিষয়ে কোনও মত প্রকাশ করেননি। এখন আবার শোনা যাচ্ছে, মা হতে চলেছেন নবনীতা, জিতুই কী তার সন্তানের বাবা?

Advertisement

কী সব জট পাকিয়ে যাচ্ছে তাই তো মাথায়? আসলে বাস্তবে নয় অন-স্ক্রিনে মা হতে চলেছেন নবনীতা। স্বাভাবিকভাবেই তাঁর মা হওয়ার কথা শোনা মাত্রই ইন্ডাস্ট্রিতে নানা ধরনের আলোচনা শুরু হয়েছিল। কিন্তু জল্পনা সত্যি নয়। এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে কলি চরিত্রে অভিনয় করছেন নবনীতা। সেখানেই তাঁর চরিত্রটি অন্তঃসত্ত্বা। এমনিতে এখন আবার শোনা যাচ্ছে তিনি প্রেম করছেন অন্য কারুর সঙ্গে। ‘বিয়ের ফুল’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন নবনীতা এবং রাজা গোস্বামী। এই মুহূর্তে গল্পে অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হচ্ছে কলিকে। আর সেটাই দর্শকদের কাছে আগ্রহের জন্ম দিয়েছে। এদিকে নবনীতা এখন শুধুই পারিবারিক বিষয়ে না ভেবে কেরিয়ারেই মনোনিবেশ করেছেন।

Advertisement
Tags :
Advertisement