For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতেই চড়চড়িয়ে বাড়ল নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা

05:44 PM Jan 24, 2024 IST | Sundeep
পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতেই চড়চড়িয়ে বাড়ল নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা
Advertisement

নিজস্ব প্রতিনিধি: একজন অ্যাকাউন্ট খুলে পরিচিতদের মধ্যে লগ ইন পাসওয়ার্ড শেয়ার করে ব্যবসার দফারফা  করে দিচ্ছিলেন। যার ফলে চরম আর্থিক সর্বনাশের মুখে পড়তে হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে। ব্যবসা বাঁচাতে শেষ পর্যন্ত পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের রাস্তায় হেঁটেছিলেন সংস্থার শীর্ষ আধিকারিকরা। আর সেই দাওয়াই অব্যর্থ হয়েছে। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হওয়ায় চড়চড়িয়ে বেড়েছে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা। সংস্থার সহকারী সিইও গ্রেগ পিটার্সের কথায়, 'আমরা ব্যবসাকে ফের মূলপথে ফিরিয়ে আনতে পেরেছি। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হওয়ায় অনেকেই পয়সা দিয়ে নেটফ্লিক্সের গ্রাহক হচ্ছেন।' 

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের প্রথম ছয় মাসে প্রচুর পরিমাণ গ্রাহক হারিয়েছিল নেটফ্লিক্স। ফলে মুনাফাতে ঘাটতি হয়েছিল। বেওসা বাড়াতে আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের ১২টি দেশে যেখানে বিজ্ঞাপন ভিত্তিক কনটেন্ট দেখানো হয় সেখানে গত বছর পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মটি। আর তার পরেই ওই ১২ দেশে বেড়েছে গ্রাহক সংখ্যা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়তি এক কোটি ৩১ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছে নেটফ্লিক্সের সঙ্গে।

Advertisement

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেওয়ার পরে ওটিটি প্ল্যাটফর্মটির আয়ও বেড়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সংস্থার ব্যবসা বেড়েছে ৬ শতাংশের মতো। সদ্য শেষ হওয়া বছরে নেটফ্লিক্সের ব্যবসার পরিমাণ ছিল ৩৩.৭ বিলিয়ন ডলার। গত সোমবারই ওটিটি প্ল্যাটফর্মটিতে প্রদর্শিত ১৮টি ছবি ও ওয়েব সিরিজ অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আর ওই খবরেই চাঙ্গা হয়েছেন সংস্থার বিনিয়োগকারীরা। মঙ্গলবার কয়েক ঘন্টার মধ্যে্যি নেটফ্লিক্সের শেয়ারদর ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement
Tags :
Advertisement