For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সন্দীপ্তার এনগেজমেন্টের ছবির সঙ্গে বলিউড সিনেমার তুলনা নেটিজেনদের

রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি ভাইরাল হয়েছে। হালকা রঙের শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। আর মানানসই পাঞ্জাবিতে সৌম্য।
04:40 PM Dec 03, 2023 IST | Sushmitaa
সন্দীপ্তার এনগেজমেন্টের ছবির সঙ্গে বলিউড সিনেমার তুলনা নেটিজেনদের
Advertisement

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক উইকেট ফেলছেন তারকারা। অগ্রহায়ণ মাস শুরু হতেই একেবারে বিয়ের লাইন লেগেছে টলিউডে। যদিও ২০২৩ সালের গোটা বছর জুড়েই একাধিক অভিনেত্রী র বিয়ে হয়েছে। গত ২৭ নভেম্বর বিয়ে করেছেন টলিউডের এলিজেবল বেচলর পরমব্রত চট্টোপাধ্যায়। শেষমেশ অনুপম রায়ের প্রাক্তন কেই মন দিলেন তিনি, গাঁটছড়া বাঁধলেন তাঁর সঙ্গে। আগামী ১৫ ডিসেম্বর বিয়ে টলিউডের আরেক বিখ্যাত জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। দিন দুয়েক আগেই বিয়ে সারলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। ডাক্তার বরের গলায় দিয়েছেন মালা। তবে এবার অপেক্ষা টলিউডের আরেকটি বিগ ফ্যাট ওয়েডিং-এর। আগামী ৭ ডিসেম্বর বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। মাস কয়েক আগেই হবু বরের পরিচয় সামনে এনেছিলেন অভিনেত্রী।

Advertisement

যিনি একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে কর্মরত। ইতিমধ্যেই আইবুরো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে তাঁর। এদিন তিনি সারলেন বাগদান, একেবারে বলিউড স্টাইলে। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। আজ সন্দীপ্তা এনগেজমেন্টের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। ক’দিন আগেই সৌম্যর বক্ষলগ্না হয়ে ধরা দিয়েছিলেন সন্দীপ্তা। লাল রঙের শাড়ি পরে সেরেছেন প্রি-ওয়েডিং ফটোশুট। তা শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি। কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এভাবে অপেক্ষা করব। সৌম্য মুখোপাধ্যায়, তৈরি তো?’ রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি ভাইরাল হয়েছে। হালকা রঙের শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। আর মানানসই পাঞ্জাবিতে সৌম্য।

Advertisement

দুজনে রোমান্টিক মেজাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ছবিগুলি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই বলিউড সিনেমার সঙ্গে তুলনা করেছেন। সৌম্য আর সন্দীপ্তার প্রেমের বয়স দুই বছর। এর আগে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার প্রেম নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। ২০২২ সালের জুন মাসে প্রথম সৌম্যর সঙ্গে সম্পর্কে শীলমোহর দেন সন্দীপ্তা। একটি হাসিমুখের সেলফি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'গল্প হলেও সত্যি।আমাদের পছন্দগুলো বেশ এক রকম। সৌম্য ঘুরতে, খেতে খুব ভালোবাসে, আমিও তাই। আলাপ হওয়ার পরে মনে হয়েছিল, মানুষটা সৎ, ভরসা করা যায় ওর উপর।' গত ২ ডিসেম্বর হয়েছে তাঁদের আংটি বদল। তাঁদের বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। হবে না কোনও কন্যাদান।

Advertisement
Tags :
Advertisement