OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

উত্তরবঙ্গমুখী যাত্রীদের সুবিধায় পৌনে তিনশো বাস নামাচ্ছে পরিবহন দফতর

04:53 PM Nov 25, 2023 IST | Ayantika Saha
Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। উত্তরবঙ্গে পর্যটকের চাহিদা এতোই বেশি যে মিলছে না ট্রেনের টিকিট। সেই কথা মাথায় রেখে প্রায় ৩০০ নতুন বাস রাস্তায় নামতে চলেছে রাজ্য়ে। প্রত্য়েকটি বাসই উত্তরবঙ্গগামী। কলকাতা-শিলিগুড়ি বাস উদ্বোধনের অনুষ্ঠানে এসে এই কথা জানান রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এই ৩০০টি নতুন বাসগুলি চলবে ধর্মতলা-শিলিগুড়ি রুটে। এছাড়াও বেশিরভাগ বাসই বৈদ্যুতিক এবং সিএনজি চালিত। পরিবেশ দূষণ কমাতেই এমন ব্য়বস্থা। জানা গিয়েছে, কেন্দ্রের ন‌্যাশ‌ানাল গ্রিন এয়ার প্রোগ্রামের টাকায় ১৭০-১৮০টি সিএনজি বাস কেনা হচ্ছে। আর রাজ‌্য সরকারের টাকায় কেনা হচ্ছে আরও ৯০টি বাস। তবে সেগুলো ডিজেল চালিত। এই বাসগুলো পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, এসবিএসটিসি এবং এনবিএসটিসি এই তিন নিগমের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এদিন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন,"শীঘ্রই তিনটি নিগমের জন‌্য প্রায় তিনশো বাস নামানো হবে। সেগুলোর বেশিরভাগই বৈদ্যুতিক এবং সিএনজি চালিত হবে। টেন্ডার করা হয়ে গিয়েছে। পাশাপাশি যে সমস্ত বাসগুলো সামান‌্য মেরামত করলে রাস্তায় নামানো যায়, সেগুলোকেও নামানোর প্রক্রিয়া চলছে।" মন্ত্রী আরও জানান, এসি ডিলাক্স এই বাসের পরিষেবা ১ ডিসেম্বর থেকে পাওয়া যাবে। ভাড়াও দ্রুত নির্ধারিত হয়ে যাবে। এরপর আসানসোল থেকেও শিলিগুড়িগামী বাস চালু হবে।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে বাস ভাড়া নিয়েও সরব হয়েছেন মন্ত্রী। সরকারি এবং বেসরকারি বাসের ভাড়া একই রয়েছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীদের পরিবহণ দপ্তরে অভিযোগ জানানোর জন্য আবেদন করেছেন মন্ত্রী।

গোটা বছরই পর্যটকরা ভিড় জমান উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট পাওয়া দায় হয়ে দাঁড়ায় দুষ্কর। এই পরিস্থিতিতে সরকারের তরফে এই বাস চালু করলে তা জনপ্রিয়ও হবে এবং পাহাড় প্রেমীদেরও সুবিধা হবে।

Tags :
Electric BusKolkatanorth bengalPublic TransportTouristWest Bengal Transport Corporation
Next Article