OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মঙ্গলেই অমঙ্গল বিনিয়োগকারীদের, ৭৩৬ সূচক হারাল সেনসেক্স

04:30 PM Mar 19, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে অস্থিরতা চলছেই। একদিন বাজার চড়ছে তো পরের দিনই মুখ থুবড়ে পড়ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। ফের ধস নামল শেয়ারবাজারে। একদিনেই ৭৩৬ সূচক হারাল সেনসেক্স। আর নিফটি খোয়াল ২৩৮ সূচক। সেনসেক্স কোনও ক্রমে ৭২ হাজারের গণ্ডিতে টিঁকে থাকতে পারলেও সেনসেক্স ২২ হাজারের গণ্ডি থেকে নেমে গেল। টিসিএস থেকে রিলায়েন্স-দেশের সব নামী সংস্থাই লোকসানের মুখ দেখেছে। ব্যাঙ্ক থেকে তথ্য-প্রযুক্তি, সব ক্ষেত্রই রেড জোনে থেকে দিন শেষ করেছে।

গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিন সামান্য চড়ে ৭২ হাজার ৭৪৮.৭২ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে অবশ্য আড়াইশোর বেশি পয়েন্ট খুঁইয়ে রেড জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। শুরুর দিকে সামান্য চড়লেও তার পরে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্সের সূচক। তার পর দিনভর পতনের সাক্ষী থেকেছে। এক সময়ে ৮১৫ পয়েন্ট খুঁইয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলেছিল। গত ১৫ ফেব্রুয়ারির পরে প্রথমবারের মতো ৭১ হাজারের ঘরে নেমে গিয়েছিল। কিছুটা শক্তি বৃদ্ধি করে ফের ৭২ হাজারের ঘরে পৌঁছলেও পতনের হাত থেকে রেহাই পায়নি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৭৩৬. ৩৮ সূচক কমে ৭২,০১২.০৫ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৪৯০.০৯ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৯৩৩.৩৫ পয়েন্ট।

শেয়ারবাজারে এদিন বড়সড় পতনের মুখ দেখেছে তথ্য-প্রযুক্তি ক্ষেত্র। ব্যাঙ্কিং ক্ষেত্রের হালও ছিল শোচনীয়। টাটা কনসালটেন্সি সার্ভিস, ভারত পেট্রোলিয়াম, টাটা কনজিউমার্স, নেসলে ইন্ডিয়ার শেয়ারদর এক ধাক্কায় অনেকটাই কমেছে। তবে বাজাজ ফাইনান্স, বাজাজ ফিনসার্ব, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লাভের মুখ দেখেছে।  

Tags :
BSE SENSEXSensex down 736 pts
Next Article