OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ভোটের মুখে নীতীশের হাতেই জেডিইউয়ের দায়িত্ব

01:23 PM Dec 29, 2023 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের মুখে দলের নতুন সভাপতির নাম ঘোষণা করল জেডিইউ। নীতীশ কুমারই হচ্ছেন নতুন জেডিইউ প্রধান। শুক্রবার লালন সিং সভাপতি হিসাবে নীতীশের নাম প্রস্তাব করে। শেষ পর্যন্ত নীতীশের নাম সর্বসম্মতিক্রমে পাস হয়ে যায়।

এদিন দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে জেডিইউয়ের ন্যাশনাল কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগে থেকেই লালন সিং ইস্তফা দিতে পারেন বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। শেষপর্যন্ত বৈঠক শুরু হওয়ার পর সেই দিকেই ঘটনাপ্রবাহ এগোল। নিজেই জেডিইউয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান লালন সিং। পরিবর্তে নীতীশের নাম সভাপতি হিসাবে প্রস্তাব করা হয়। বিহারে জেডিইউয়ের প্রদেশ সভাপতি উপেন্দ্র কুশওয়াহা জানান, জেডিইউয়ের ন্যাশনাল এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সর্বভারতীয় স্তরে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিল। দেশ ও দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই এই দায়িত্ব নিতে নীতীশকে অনুরোধ করা হয়েছিল। সেইমতোই নীতীশ কুমার দায়িত্ব নিয়েছেন।

এই প্রসঙ্গে বিহারের এক মন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানান, লালন সিং নীতীশ কুমারকে বলেছিলেন, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। তাই দলের সভাপতির দায়িত্ব যেন নীতীশ কুমার নেন। নীতীশ কুমার তা গ্রহণ করেছেন। তবে সভাপতির পদ গ্রহণ নিয়ে কিছু বলেননি নীতীশ কুমার। তিনি জানান, প্রতি বছরই এই ধরনের বৈঠক হয়ে থাকে। তাই এটিকে আলাদাভাবে দেখার কিছু নেই।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপিকে সমর্থন নিয়ে লালন সিংয়ের সঙ্গে নীতীশ কুমারের দীর্ঘদিন ধরেই মতপার্থক্য তৈরি হয়েছিল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শরিক হয়েছে জেডিইউ। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠকে অনেকবারই অংশ নিয়েছেন নীতীশ কুমার। সেক্ষেত্রে ২০২৪ সালে লোকসভা ভোটে নীতীশ কুমারের দলের রাশ ধরা তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

 

 

 

Tags :
BiharJDU.LOKSABHA ELECTIONnitish kumarPolitics.
Next Article