For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

লক্ষ্মীর ভাণ্ডারের কোনও আবেদনকারীকে ফেরানো যাবে না

এদিন থেকে শুরু হচ্ছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচী। চলবে ৩১ জানুয়ারি অবধি। আবেদনপত্র নেওয়া হবে ৩০ ডিসেম্বর অবধি। বাড়তি গুরুত্ব লক্ষীর ভাণ্ডারে।
09:46 AM Dec 15, 2023 IST | Koushik Dey Sarkar
লক্ষ্মীর ভাণ্ডারের কোনও আবেদনকারীকে ফেরানো যাবে না
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেল অষ্টম দুয়ারে সরকার(8th Duyare Sarkar) কর্মসূচী। রাজ্যের মানুষের কাছে সরকারি নানা আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই পরিষেবার সূচনা করেন। এখনও অবধি রাজ্যে ৭টি দুয়ারে প্রকল্পের কর্মসূচী আয়োজিত হয়েছে। তাতে মোট ৫.৬৬ লক্ষটি শিবির আয়োজিত হয়েছে। পরিষেবা পেয়ে লাভবান হয়েছেন ৮.১০ কোটি মানুষ। এবার এদিন থেকে শুরু হচ্ছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচী। এদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে শুরু করে এই কর্মসূচী চলবে আগামী ৩১ জানুয়ারি অবধি। রাজ্য সরকারের যাবতীয় আর্থসামাজিক প্রকল্পের আবেদনপত্র নেওয়ার কাজ চলবে এদিন থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এটি প্রথম পর্যায় হিসাবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পরিষেবা প্রদান করা হবে ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অবধি।

Advertisement

এবারে দুয়ারে সরকার কর্মসূচীতে ৩৬টি প্রকল্পের পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar), খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী(Swasthasathi), বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Credit Card), কৃষক বন্ধু, পাট্টার জন্য আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ এই সমস্ত প্রকল্পর জন্য আবেদন জমা দেওয়া যাবে দুয়ারে সরকারের শিবিরে। একই সঙ্গে এবারেই প্রথম সরকারি সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন ফুলচাষিরাও। তবে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ গিয়েছে প্রতিটি সরকারি আধিকারিকের কাছে যে, দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কোনও আবেদনকারীকে ফেরানো যাবে না। ফর্ম জমা দেওয়ার সময় কারও বয়স ২৫ বছর পূর্ণ না হলেও তাঁর ফর্ম জমা নিতে হবে। পরে ওই আবেদনপত্র বাছাই করে ২৫ বছর পূর্ণ হলে পোর্টালে তাঁদের নাম এন্ট্রি করা হবে।

Advertisement

রাজ্যের নির্দেশ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে এবার বাড়তি গুরুত্ব দিতে হবে। কাউকে ফেরানো যাবে না। ক্যাম্পে ফর্ম জমা করার দিন পর্যন্ত ২৫ বছর বয়স হলেও আবেদন যেন নেওয়া হয়। কারও যদি পূর্ণ হতে কিছুদিন বাকি থাকে তাহলে বাতিল করা হবে না। সেগুলি নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পে Cast Certificate'র আবেদন নেওয়ার সময় সমস্ত ডকুমেন্ট পরীক্ষা করে নিতে হবে। অতীতে এই অসতর্কতার কারণে সঠিক নথি ছাড়াই বহু নাম এন্ট্রি হয়ে গিয়েছে, যেগুলি এখন বাদ দেওয়া যাচ্ছে না। Cast Certificate Digitization’র আগে সমস্ত নথি যাচাই করে নিতে হবে। কোনও আবেদনকারীকে ফেরানো যাবে না। তাঁদের বুঝিয়ে বলতে হবে। সমস্যার কথা শুনে সহানুভূতির সঙ্গে কাজ করতে হবে।  

Advertisement
Tags :
Advertisement