For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘কোনও ভদ্রলোক বিজেপি করে না’, বেলদায় আক্রমণ অভিষেকের

বেলদা থেকে বিজেপি ও নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণস হানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘কোনও ভদ্রলোক বিজেপি করে না।’
05:09 PM Mar 16, 2024 IST | Koushik Dey Sarkar
‘কোনও ভদ্রলোক বিজেপি করে না’  বেলদায় আক্রমণ অভিষেকের
Courtesy - Facebook, Twitter and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষণার দিনেই পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) মাটি থেকে কার্যত নির্বাচনী সভা শুরু করে দিলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তাঁর সভা ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বেলদায়(Belda)। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার সমর্থনে বেলদা স্টেডিয়ামে সেই সভা করেন অভিষেক। জুন এখন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়কও। তারপরেও দল তাঁকে লোকসভায় টিকিট দিয়েছে। আর তাই জুনের হয়ে এদিন মেদিনীপুরবাসীর কাছে ভোট চেয়েছেন অভিষেক। উনিশের ভোটে এই লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু এদিন অভিষেক মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের পরিবর্তনের ডাক দিয়েছেন। বলেছেন, ‘শপথ নিন, মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক।’

Advertisement

কানায় ক্লানায় পূর্ণ বেলদা স্টেডিয়ামের সভা থেকে এদিন নিশানা বানিয়েছেন বিজেপিকে। কেন্দ্রের সরকারকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। তিনি বলেছেন, ‘মায়েরা যাঁরা বাড়ির কাজকর্ম ছেড়ে আমাদের সভায় এসেছেন, তাঁদের প্রণাম। মাতৃশক্তি না-জাগলে এ পৃথিবী জাগে না। নবজোয়ারের সময় আমি যখন অবিভিক্ত মেদিনীপুরে এসেছিলাম, প্রত্যেক বিধানসভায় পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। বলেছিলাম, নারায়ণগড় দিয়ে প্রচার শুরু করব। শুরু করলাম। আমি আগে থেকে জানতাম না যে, আজই নির্বাচন ঘোষণা হবে। কী করে জানব, যে দিন নির্ঘণ্ট প্রকাশ হবে, সে দিনই আন্দোলনের পীঠস্থান মেদিনীপুরে থাকব! এটা সৌভাগ্যের। নির্বাচনের জনগর্জন প্রমাণ করবে মেদিনীপুরের মানুষ। বাংলা মাথা ঝোঁকাবে না। আজকের এই সভা সেটাই প্রমাণ করছে। ২০১১ সালে মা-মাটি-মানুষের সরকার তৈরি হয়েছে। তার আগে মেদিনীপুরের মানুষ সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন। আত্মবলিদান দিয়েছেন।’

Advertisement

পাশাপাশি জানিয়েছেন, ‘গণতন্ত্রে মানুষ ভুল করে না। মানুষ যদি বিজেপিকে(BJP) ভোট দেন, সেই রায় আমরা মাথা পেতে নেব। শুধু নিজের অধিকার সামনে রেখে ভোট দেবেন। আজ আপনাদের বলি, দু’মাস রাস্তায় ছিলাম। এক দিন বাড়ি যাইনি। ঘর-পরিবার-স্ত্রী-সন্তান সবাইকে ছেড়ে রাস্তায় ছিলাম। ১০০ দিনের কাজের টাকার জন্য আন্দোলন করেছিলাম। আপনারা টাকা পেয়েছেন কি না বলুন? একটা ভোটের দাম কী? আমি বলি, যাকে ইচ্ছা ভোট দিন। কিন্তু ভোটটা দিন। একটা ভোটেরও অনেক দাম। কোনও ভদ্রলোক বিজেপি করে না। দেখুন না এদের চরিত্র। সব চোর, চিটিংবাজ, দু’নম্বরি, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল— সব বিজেপিতে। এরা সব সিপিএমের প্রোডাক্ট। মদের বোতলটা নতুন। মদ পুরনো। আমরা ত্যাগ করছি। ওরা গ্রহণ করছে। দিলীপ ঘোষ কী পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন। সকালবেলা খালি মর্নিং ওয়াক ওর কাজ। শরীরচর্চা আর মর্নিংওয়াক যিনি করছেন তাঁকে সাংসদ করবেন না কি যে মেয়ে রাস্তায় লড়বেন, তাঁকে সং‌সদে পাঠাবেন? শপথ নিন, মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক।’

প্রধানমন্ত্রীকেও এদিন ছেড়ে কথা বলেননি অভিষেক। বলেছেন, ‘এদের বলার ক্ষমতা নেই। খালি মিথ্যে কথা বলবে। ২০১৮ সালে জুলাই মাসে প্রধানমন্ত্রী সভা করতে এসে মেদিনীপুরে কত মিথ্যা কথা বলেছেন! একটাও কাজ করেনি। আমাদের বিবেকে বাধবে ছ’মাস কাজ করিয়ে কাউকে পারিশ্রমিক না-দিয়ে বার করে দিতে। এরা ১০০ দিনের কাজের বেলা তাই করেছে। এরা বাংলা বিরোধী। অনেক হয়েছে। এদের দয়া এবং দাক্ষিণ্যে আর বাঁচব না। এদের কাছে আর কিছু চাইবেন না। এদের কাছে মাথা নীচু করে বেঁচে থাকবেন না। প্রতি বছর ২৫ হাজার কোটি টাকা খরচ করছে বাংলার মহিলাদের জন্য। এর ১০ পয়সা মোদি সরকারের নয়। তাই ১০০ দিনের কাজও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। তাই বাংলাকে জেতান। মেদিনীপুরে জুন মালিয়াকে জয়ী করুন। আবাসের জন্য কারও ওপর নির্ভর করতে হবে না। আমরা করব। কথা আমি দিয়ে যাচ্ছি। আমি এক কথার ছেলে। আপনার অধিকারের জন্য আপনি লড়াই করুন। বাড়ি নিয়ে চিন্তা করবেন না। মা-মাটি-সরকার দেবে মাথার ওপর পাকা ছাদ। শুধু আপনারা পাশে থাকুন।’

Advertisement
Tags :
Advertisement