OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ইন্ডাস্ট্রির কেউ নয়, কলেজের বন্ধুরাই আরিয়ানের ডেবিউ সিরিজের হিরো

একদিন আমার স্নাতক ছাত্ররা একটি ক্লাসের জন্য সহকারী শিক্ষকতা করছিলেন। যেখানে প্রায় ৩৫০ জন ছাত্র ছিল, দুটি বিভাগের ছাত্ররা আরিয়ানের সঙ্গে কাজ করেছিল।
06:25 PM Jan 25, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে প্রস্তুত শাহরুখ পুত্র আরিয়ান খান। গত কয়েক বছর নানা বিতর্ক কাটিয়ে মূল স্রোতে ফিরছেন আরিয়ান খান। এত বড় তারকা পুত্র হয়ে নিশ্চয়ই আরিয়ানেরও অভিনয় করার ইচ্ছে রয়েছে, কিন্তু তাঁর বাবা আগেই বলেছিলেন, আরিয়ান বরাবরই ক্যামেরার পেছন থেকেই কাজ করতে চান। সেইমতো অনেক আগেই আরিয়ান তাঁর প্রথম ওয়েবসিরিজের কাজ শুরু করে দিয়েছিলেন।

এমনকী সিনেমায় প্রবেশের জন্য আরিয়ান ঠিকঠাক পড়াশোনাও কমপ্লিট করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এর স্কুল অফ সিনেমাটিক আর্টস থেকে স্নাতক হয়েছেন। কিন্তু জানেন কী, আরিয়ান কেমন ছাত্র ছিলেন, বাবার রাজপুত্তুর সে। কিন্তু শিক্ষকদের কাছে তিনি কেমন? যদিও ড্রাগকাণ্ডে মিথ্যে ফেঁসে গিয়েছিলেন আরিয়ান। যদিও এখন তিনি পুরোপুরি মুক্ত। সম্প্রতি আরিয়ানের প্রফেসর জানিয়েছেন, তিনি কেমন ছাত্র ছিলেন! সঙ্গে আরিয়ানের প্রফেসর আরও জানিয়েছেন যে, আরিয়ানের প্রথম প্রজেক্টে কাজ করছেন তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এলিজাবেথ ডেলি (ডিন, ইউএসসি স্কুল অফ সিনেম্যাটিক আর্টস) এবং ডঃ প্রিয়া জয়কুমার (অধ্যাপক এবং চেয়ারপার্সন, সিনেমা এবং মিডিয়া স্টাডিজ, ইউএসসি স্কুল অফ সিনেমাটিক আর্টস) মজার ছলে বলেন, কোভিডের কারণে, আরিয়ানের সঙ্গে আর তাঁর আর দেখা হয়নি। কারণ আমি বাড়ি চলে গিয়েছিলাম। একদিন আমার স্নাতক ছাত্ররা একটি ক্লাসের জন্য সহকারী শিক্ষকতা করছিলেন। যেখানে প্রায় ৩৫০ জন ছাত্র ছিল, দুটি বিভাগের ছাত্ররা আরিয়ানের সঙ্গে কাজ করেছিল। আরিয়ানের প্রথম স্ট্রিমিং শোয়ে আমাদের ইউনিভার্সিটির ২-৩ জনের কাজ করছে।" এলিজাবেথ ডেইলি বলেন, 'যখন আরিয়ান খান তার ডেবিউ প্রজেক্টে কাজ শুরু করেন, শাহরুখ খান তাঁকে একজন পেশাদার ক্রু দেওয়ার অফার করেছিলেন। কিন্তু আরিয়ান বলেছেন যে তিনি ইউএসসি থেকে তার বন্ধুদের ফোন করছেন। তাঁদের সঙ্গেই কাজ করবেন, তাঁদের নিয়ে দেশে ফিরছেন।' আরিয়ান খানের স্টারডম একটি ওয়েব সিরিজ যা তার পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবে। ২০২৩ সালের জুলাই মাসে শোটি ফ্লোরে চলে গিয়েছিল এবং শাহরুখ, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওলের ক্যামিও রয়েছে বলে জানা গেছে। প্রধান চরিত্রে লক্ষ্য লালওয়ানিকে সমন্বিত করা, এটি হিন্দি চলচ্চিত্র শিল্পের একটি কাল্পনিক বিবরণ বলে মনে করা হয়। আরিয়ান খানের 'স্টারডম' ডেবিউ ওয়েব সিরিজটি ২০২৩ সালের জুলাই মাসে শোটি ফ্লোরে গিয়েছে। যেখানে শাহরুখ, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওলের ক্যামিও রয়েছে বলে জানা গেছে। 

Tags :
Aryan khan
Next Article