OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘কোনও উদ্বাস্তুকে কেউ সরাবে না, কেউ তাড়াবে না, হঠাবে না’, আশ্বাস মমতার

কেউ সরাবে না। কেউ তাড়াবে না, হঠাবে না। গর্ব নিয়ে থাকতে পারবেন - বাংলার মাটতে দাঁড়িয়ে শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে উদ্বাস্তুদের আশ্বাস মমতার।
05:09 PM Dec 10, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মাটিতে দাঁড়িয়ে বার্তা দিলেন তিনি বাংলায় আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের(Refugees)। বার্তা দিলেন তিনি দিল্লিকেও। প্রথম জনেদের জন্য আছে সহানুভূতি, আর দ্বিতীয়জনদের জন্য আছে চ্যালেঞ্জ। NRC ও CAA প্রসঙ্গে উত্তরবঙ্গ থেকেই বড় বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন কার্শিয়াঙে। রবিবার আলিপুরদুয়ারে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এবার বিশেষ বার্তা দিলেন তিনি, NRC আর CAA নিয়ে। সেই বার্তায় আশ্বাস্ত হতে পারেন মতুয়ারা। আশ্বাস্ত হতে পারেন রোহিঙ্গারাও। মমতা জানিয়ে দিলেন, ‘আমরা সমস্ত উদ্বাস্তু কলোনীর পাট্টা দিয়েছি। কোনও উদ্বাস্তু বলতে বলতে পারবেন না তিনি বাইরে থেকে এসেছেন। বরং তিনি বলতে পারবেন চিরস্থায়ী ঠিকানার কথা। তাঁকে কেউ সরাবে না। কেউ তাড়াবে না, হঠাবে না। গর্ব নিয়ে থাকতে পারবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাব।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

কিছুদিন আগেই কলকাতার ধর্মতলায় এসে শাহি ফ্লপ সভা করে গিয়েছেন বিজেপির দ্বিতীয় শীর্ষাধিকারী নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেদিনের সেই সভা থেকে তিনি বার্তা দিয়েছেন, ২৪’র ভোটের আগেই নাকি দেশে লাগু হবে NRC আর CAA। কিন্তু ঘটনা হচ্ছে এই দুই আইন নিয়েই এখনও ল্যাজেগোবরে দশা পদ্মশিবিরের। দেশজুড়ে এই দুই আইন লাগুর জন্য সহায়ক আইনই এখনও তৈরি করে উঠতে পারেনি কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। এদিকে ২৪’র ভোট দরজায় কড়া নাড়ছে। তাই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার সহজ রাস্তাই ফের বেছে নিয়েছেন শাহরা। সেই প্রেক্ষিতেই এদিনের মুখ্যমন্ত্রীর আশ্বাস বার্তা রাজ্য রাজনীতিতে বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিলেন, দিল্লি যাই করুক না কেন এই রাজ্যে তিনি ক্ষমতায় যতদিন আছেন ততদিন NRC আর CAA কোনওটাই লাগু হবে না। তবে মানুষকেও এবার বুঝতে হবে, বিজেপি ভুয়ো প্রতিশ্রুতি ভিন্ন এখন আর কিছুই দেয় না। নাগরিকত্বও নয়।

Tags :
Amit shahbengalCAAMamata BanerjeeNRCRefugees
Next Article