OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রঞ্জি ট্রফি না খেললে আইপিএলেও সুযোগ নয়, কড়া পদক্ষেপ নিচ্ছে বোর্ড

09:09 PM Feb 13, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইপিএলে নিজেদের নিংড়ে দেওয়ার জন্য ঈশান কিষাণ-সহ একাধিক তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলছেন না। ঘরোয়া ক্রিকেট বিমুখ ক্রিকেটারদের এমন অপেশাদার ভূমিকায় বেজায় চটেছেন বিসিসিআই শীর্ষ কর্তারা। সূত্রের খবর, রঞ্জি-সহ ঘরোয়া ট্রফি না খেললে ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়া হবে না বলে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন তরুণ ব্যাটার-উইকেটরক্ষক ইশান কিশন। ব্যক্তিগত কারণ দেখিয়েই দেশে ফিরে এসেছিলেন। তাঁর আর্জি মঞ্জুরও করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বোর্ড কর্তারাও আশা করেছিলেন ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি সহ লাল বলের ক্রিকেটে খেলবেন ঈশান। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। রঞ্জি ট্রফি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ভারতীয় দলের তরুণ ব্যাটার-উইকেটরক্ষক। শুধু ঈশানই নয়, আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার চুটিয়ে আইপিএল খেলার জন্য ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। আর তাদের ওই আচরণেই ক্ষুব্ধ বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা।

ইতিমধ্যেই ঈশানকে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে ভারতীয় দলের জন্য যদি বিবেচিত হতে চান তাহলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বরোদার বিরুদ্ধে শুরু হওয়া রঞ্জি ম্যাচে খেলতে হবে। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘বেয়াদপ খেলোয়াড়দের রাশ টানতে কঠোর পদক্ষেপের পথেই হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত চারটি ঘরোয়া ম্যাচ না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে আইপিএলে খেলতে দেওয়া হবে না। এমনকি কোনও ফ্র্যাঞ্চাইজি যদি ওই খেলোয়াড়কে ছেড়েও দেয় তাহলে তাকে আইপিএলের নিলামে অংশ নিতে দেওয়া হবে না।’ ক্রিকেটারদের একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, হার্দিক পাণ্ড্য কেন ঘরোয়া প্রতিযোগিতা খেলছেন না? এ বিষয়ে বোর্ডের ওই কর্তা বলেন, ‘হার্দিক পাণ্ড্যর বিষয়টি ব্যতিক্রম। আইসিসি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় যাতে অংশ নিতে পারেন তা নিশ্চিত করতেই ঘরোয়া ক্রিকেট খেলা থেকে ছাড় দেওয়া হয়েছে।’

Tags :
BCCIBCCI May Take Stern StepIshan Kishan
Next Article