OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আবির বা যীশু নয়, 'সারেগামাপা’র নয়া সিজনের দায়িত্বে অন্য কেউ, কে তিনি?

কিন্তু আচমকাই জি বাংলার সঙ্গে আভ্যন্তরীণ গোলযোগের জন্যে রিয়ালিটি শো ছেড়ে দেন যীশু সেনগুপ্ত। এরপর স্টার জলসার একই রকম মিউজিক রিয়েলিটি শোয়ে সঞ্চালনার দায়িত্ব পড়ে তাঁর।
06:00 PM Apr 24, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার খুবই জনপ্রিয় শো 'সারেগামাপা’ (Zee Bangla saregamapa)। খুব শীঘ্রই শুরু হচ্ছে বাংলার এই জনপ্রিয় শো। বাংলা ছাড়াও বাংলাদেশের শিল্পীরাও এই মঞ্চ দখল করেন। এখানে অংশগ্রহণ করে অনেক জনপ্রিয়তা পেয়েছেন দেশে ফিরে। যার মধ্যে আছেন শিষপ্রিয়া, বিতর্কিত নোবেল প্রমুখ। এছাড়াও দেশের নানা জায়গা থেকে শিল্পীরা এই প্রতিযোগিতায় নাম লেখান। এখানে বিচারকের আসনে থাকেন দেশের নামি-দামি সব সঙ্গীতশিল্পীরা। ২০০৭ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই রিয়ালিটি শোটি।

আর শোয়ের শুরুতে ২ বছর সঞ্চালনা করেছিলেন দেবজিৎ সাহা (Debjit Saha)। এরপর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সঞ্চালনা করেছেন সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjee)। এরপর ২০১২ সাল থেকে এই দায়িত্ব কাঁধে নেন জনপ্রিয় সঞ্চালক অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। তিনি প্রায় ৫ বছর শোয়ের সঞ্চালনা করেছেন। কিন্তু আচমকাই জি বাংলার সঙ্গে আভ্যন্তরীণ গোলযোগের জন্যে রিয়ালিটি শো ছেড়ে দেন যীশু সেনগুপ্ত। এরপর স্টার জলসার একই রকম মিউজিক রিয়েলিটি শোয়ে সঞ্চালনার দায়িত্ব পড়ে তাঁর।

এরপর ২০২০ সাল থেকে ২০২৩ পর্যন্ত সারেগামাপা সঞ্চালনা করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়(Abir Chatterjee)। ইতিমধ্যেই ২০টি সিজন পার করে ফেলেছে এই শো। কিন্তু এ বছর সারেগামাপা’র সঞ্চালকের মুখ বদলাতে পারে! আবিরের পরিবর্তনে এবার সারেগামাপা সঞ্চালনা করতে পারেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অনির্বান ভট্টাচার্য‍্য (Anirban bhattacharya)। কিন্তু প্রোমোতে অবিরকেই দেখা গিয়েছিল। কিন্তু এবিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি জি বাংলা।কিছুদিন আগেই হয়ে গেল 'জি বাংলা লেজেন্ডস'-এর শুটিং। যেদিন রাজারহাট DRR স্টুডিওতে আগুন লেগেছিল। সেদিনই শোয়ের শুটিং হয়।

Tags :
zee bangla saregamapa
Next Article