OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

B T Road-এ আর চলবে না Auto আর Toto, ধরতে হবে Service Road

Auto আর Toto-কে যেতে হবে B T Road’র পাশে থাকা Service Road দিয়ে। এই নিয়মের অন্যথা হলেই গুণতে হবে ৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত Fine।
01:24 PM Nov 05, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা হল Barracpur Trunk Road, যাকে আমরা অনেকেই B T Road বলে চিনে থাকি। কলকাতার(Kolkata) শ্যামবাজার মোড় থেকে শুরু হয়ে এই রাস্তা সোজা চলে গিয়েছে ব্যারাকপুরের(Barracpur) চিড়িয়া মোড় অবধি। এই রাস্তাই কার্যত ব্যারাকপুর মহকুমার সঙ্গে সড়কপথে কলকাতাকে জুড়েছে। কিন্তু একদিকে গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং অপরদিকে Auto আর Toto দাপটে B T Road যানবাহনের গতি ক্রমেই শ্লথ হচ্ছে, বাড়ছে যানজটও। এবার সেই যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় পদক্ষেপ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে B T Road’র ওপরে কোনও ভাবেই Auto আর Toto চালানো যাবে না। Auto আর Toto-কে যেতে হবে B T Road’র পাশে থাকা Service Road দিয়ে। এই নিয়মের অন্যথা হলেই গুণতে হবে ৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত Fine।

ডানলপ থেকে সোদপুর পর্যন্ত B T Road’র ওপরে গাড়ি চলাচলের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। B T Road’র ওপরে যানচলাচল ব্যবস্থায় গতি আনতে তাঁরা রাস্তার ট্রাফিক ব্যবস্থাকে ঢেকে সাজাতে চাইছেন। সেই কারণেই B T Road’র ওপর দিয়ে Auto আর Toto-কে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি চালানো যাবে না সাইকেলও। যাত্রীবাহী বাস ও ট্যাক্সির ক্ষেত্রেও লাগু হয়েছ নিয়ম। নির্দিষ্ট বাসস্টপের বাইরে গিয়ে তারা যাত্রী তুলতে ও নামাতে পারবে না। আমজনতা যদি রাস্তার মাঝের জায়গা থেকেও হাত তুলে বাস দাঁড় করাতে চান সেক্ষেত্রেও বাস বা ট্যাক্সি দাঁড় করানো যাবে না। Auto আর Toto এবার থেকে B T Road’র ওপর দিয়ে না গিয়ে পাশে থাকা Service Road ধরে যাবে। কলকাতার সঙ্গে সড়কপথে ব্যারাকপুরের যোগাযোগ বাড়াতে অনেক আগেই B T Road-কে সোদপুর থেকে ডানলপ পর্যন্ত ১১ ফুট চওড়া করে ৬ লেনের রাস্তা যেমন করা হয়েছে, তেমনই দু ধারের সাড়ে ৩ মিটারের Service Road’র সঙ্গে ফুটপাথও বানানো হয়েছে।

কিন্তু ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া দায়িত্ব নিয়ে দেখেন, B T Road চওড়া করা হলেও সেখানে গতি নেই। রাস্তার দখল নিয়েছে Auto আর Toto। সেই সঙ্গে আছে সাইকেল ও রিক্সার ভিড়ও। আবার Service Road চলে গিয়েছে জবরদখলকারীদের হাতে। দখলদারদের জন্য সমস্যায় পড়তে হচ্ছিল পথচলতি সাধারণ মানুষকেও। এই অবস্থায় তিনি সবার আগে নজর দিয়েছেন সেই Service Road দখলমুক্ত করতে। গত সপ্তাহেই সেই দখলমুক্তির কাজ শেষ হতেই Service Road খুলে দেওয়া হয়েছে বাইক, অটো, টোটো, রিকশা, সাইকেল যাতায়াতের জন্য। সেই সঙ্গে Service Road’র যেখানে ব্যারিকেড নেই সেখানে Spring Post ও বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কম গতির গাড়ি কোনও ভাবেই মেন রোডে উঠতে না পারে। এরপরেই জানানো হয়, অটো, টোটো, রিকশা, সাইকেল মেন রোড দিয়ে আর যেতে পারবে না। গেলেই হবে জরিমানা। বাজেয়াপ্ত করা হতে পারে গাড়িও। তারপরেও যদি কেউ নিয়ম ভাঙেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অটো কিংবা টোটো চালকের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার স্বয়ং।

Tags :
AutoB T Road.BarracpurKolkataToto
Next Article