OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

সুদীপের প্রার্থী পদে কাঁটা হলেন তাপস, রাখবেন না মমতারও অনুরোধ

সুদীপ বন্দ্যোপাধ্যায় ২৪’র ভোটে উত্তর কলকাতা থেকে তৃণমূলের প্রার্থী হলে তিনি প্রচারে নামবেন না। জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়।
02:55 PM Mar 02, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) মুখে বাংলার(Bengal) শাসকদলের অন্দরে কার্যত কুরুক্ষেত্রের দশা। উত্তর কলকাতার(North Kolkata) দীর্ঘদিনের তৃণমূল সাংসদ(TMC MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়ের(Sudip Banerjee) বিরুদ্ধে দলেরই মুখপাত্র কুণাল ঘোষের আক্রমণ চালানোর ঘটনার মাঝেই এবার সুদীপের বিরুদ্ধে লাগাতার মুখ খোলা শুরু করে দিলেন তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক(TMC MLA) তাপস রায়(Tapas Roy)। ঘটনা হচ্ছে কুণাল ও তাপসের সঙ্গে সুদীপের বিবাদ তৃণমূলের অন্দরে নতুন কিছু নয়। কুণাল এর আগে অবশ্য সুদীপের নাম ধরে কিছু বলেননি, যেমনটি এবারে বলছেন। তবে তাপস আগেও সুদীপের নাম করেই প্রকাশ্যে মুখ খুলেছেন। এবারেও খুললেন। সাফ জানিয়ে দিলেন, সুদীপ ২৪’র ভোটে উত্তর কলকাতা থেকে প্রার্থী হলে তিনি প্রচারে নামবেন না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে সেই অনুরোধ করলে তিনি তা রাখতে পারবেন না।

কার্যত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েই চলেছে৷ কুণাল ঘোষের পর তাপস রায়৷ এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করলে তিনি প্রচারে নামবেন না৷ এমন কি, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি নিজের সিদ্ধান্ত বদল করবেন না। কার্যত কুণালের সুদীপের প্রতি আক্রমণও তিনি সমর্থন করেছেন। বলেছেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল যদি ফের প্রার্থী করে আমি অন্তত প্রচারে থাকব না৷ এমন কি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমাকে অনুরোধ করলেও আমার অবস্থান বদলাবে না৷ সারা বছর সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনও প্রয়োজনেই পান না তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা৷ ভোটের চার মাস আগে থেকে তিনি সক্রিয় হন।’ ঘটনা হচ্ছে, তাপস বরানগরের বিধায়ক হলেও তিনি বউবাজার এলাকার দীর্ঘদিনের বাসিন্দা৷ ওই এলাকায় তাঁর রাজনৈতিক প্রভাবও যথেষ্ট৷ সেই সূত্রেই এলাকার সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংঘাত৷ তৃণমূলের প্রার্থী তালিকায় সুদীপের নাম থাকলে এবার বউবাজার এলাকায় তাঁকে বেগ দিতে পারেন তাপস।

সম্প্রতি তাপসের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। তাপস সেই ঘটনার পরে ওই হানাদারির জন্য সুদীপকেই কাঠগড়ায় তুলেছিলেন। এদিনও সেই কথাই আবারও বলেছেন তিনি। সরাসরি জানিয়েছেন, ‘আমার বাড়িতে ED আসার পিছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমার বাড়িতে ED ঢোকাতে উল্লাস করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাকে দলের সকলেই বলেছেন। সর্বস্তরের নেতা, সাংসদ, বিধায়করা বলেছিলেন, এটা ওরই কাজ। আমার বাড়িতে ১২ তারিখ ED ঢোকে। তার আগে ২, ৪, ৭ – এই তিনদিন ওর বাড়িতে আলোচনাও করেছিল, সে কথাও আমাকে এসে অনেকে বলে গিয়েছেন।’

Tags :
bengalGeneral Election 2024North KolkataSudip banerjeeTapas Roy.TMC MLATMC MP
Next Article