OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বিহারে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় রাহুলের সভায় থাকছেন নীতীশ-লালু

08:47 PM Jan 22, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘ইন্ডিয়া’ জোটে ফাটলের মনগড়া অভিযোগ খারিজ করতে বিহারের মাটিতে রাহুল গান্ধির সভায় হাজির থাকছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। সোমবার এমনই দাবি করেছেন বিহার প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা বিধান পরিষদ সদস্য প্রেমচন্দ্র মিশ্র।

আগামী ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে বিহারের কিষাণগঞ্জে পৌঁছবে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। ওই দিন কিষাণগঞ্জেই রাত কাটাবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। পরের দিন ৩০ জানুয়ারি পূর্ণিয়ায় পৌঁছবেন রাহুল। পরের দিন অর্থা‍ৎ ৩১ জানুয়ারি কাটিহারে প্রবেশ করবে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। লোকসভা ভোটের আগে বিহারে মহাজোটের শরিকদের ঐক্যবদ্ধ ছবি তুলে ধড়তে কোমর কষে ঝাঁপিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাহুলের কর্মসূচিতে যাতে জোটের দুই শরিক জেডিইউ এবং আরজেডির তরফে শীর্ষ নেতাদের কেউ হাজির থাকেন, সেই চেষ্টা চালানো হয়েছে।

বিহার প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রেমচন্দ্র মিশ্র জানিয়েছেন, ‘রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র কর্মসূচিতে হাজির থাকার জন্য জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার এবং আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ জানুয়ারি পূর্ণিয়ায় রাহুলজি সভা করবেন। ওই সভায় যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাহুলের পদযাত্রায় জেডিইউয়ের কোনও শীর্ষস্থানীয় নেতা পা মেলাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবও রাহুলের পূর্ণিয়ার সভায় থাকতে পারেন। যদি পূর্ণিয়ায় না হাজির হতে পারেন, তাহলে তিনি কাটিহারের সভায় থাকবেন বলে কথা দিয়েছেন।’

Tags :
Bharat Jodo Nyay YatraLalu prasad yadavnitish kumarRahul gandhi
Next Article