For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কর্তব্যে অবিচল! হাঁটুতে চোট নিয়েই শুটিংয়ে ফিরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়

গতকাল শুটিং ফ্লোরে আঘাত পেয়ে গুরুতর আহত গিয়েছিলেন প্রবীণ অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee)। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
01:06 PM Jun 11, 2024 IST | Susmita
কর্তব্যে অবিচল  হাঁটুতে চোট নিয়েই শুটিংয়ে ফিরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গতকাল সোমবার থেকে শুরু হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শুটিং। পরিচালকের ব্লকবাস্টার চলচ্চিত্র '২২ শে শ্রাবণ'-ছবির লাইন টেনেই নতুন ছবির নাম বেঁধেছেন সৃজিত মুখোপাধ্যায়। গতকাল ছিল ছবির প্রথমদিনের শুটিং। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা।

Advertisement

কিন্তু প্রথম দিনের শুটিংয়েই বিপর্যয়। গতকাল শুটিং ফ্লোরে আঘাত পেয়ে গুরুতর আহত গিয়েছিলেন প্রবীণ অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee)। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডান হাঁটুর নিচে দুটো সেলাইও পড়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও কর্তব্যে অবিচল ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee)। চোট নিয়েই শুটিং ফ্লোরে ফিরলেন প্রবীণ অভিনেতা। বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সোমবার ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শুটিং ফ্লোরে একটি কাচ ভাঙার দৃশ্যের শুটিং করতে গিয়েই চোট পেয়েছেন প্রবীণ অভিনেতা।

Advertisement

অভিনেতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভাঙা কাচে গাল, মুখ ও শরীরের নানা জায়গায় ক্ষত হয়েছে তাঁর। ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে। আর বাবার এমন আঘাতের খবর পেয়েই তাঁকে হাসপাতালে নিয়ে যান অভিনেতার ছেলে আবির চট্টোপাধ্যায়। তবে হাসপাতাল থেকে বাড়িতে ফিরতেই অভিনেতার পরিবারের সদস্যরা চেয়েছিলেন তিনি কয়েকদিন বাড়িতেই বিশ্রায করুক। চিকিৎসকও সেই পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অভিনেতা কর্তব্যে অটুট। আঘাত পা নিয়েই মঙ্গলবার থেকে 'ব্যাক টু শুট' তাঁর।

Advertisement
Tags :
Advertisement