OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মোদিকে নিঃশর্ত সমর্থনের জের, রাজ ঠাকরের দল থেকে গণ ইস্তফা

07:56 PM Apr 11, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছিলেন মহারাষ্ট্র নির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। আর ওই ঘোষণার পরেই বড়সড় ভাঙনের মুখে পড়ল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ইতিমধ্যেই দল ছাড়ার ঘোষণা করেছেন এমএনএসের সাধারণ সম্পাদক কীর্তিকুমার শিন্ডে-সহ একাধিক পদাধিকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেই এমএনএস ছাড়ার ঘোষণা করেছেন তাঁরা। যদিও একের পর এক পদাধিকারীর দল ছাড়া নিয়ে কোনও মন্তব্ করতে চাননি রাজ ঠাকরে।

গত মঙ্গলবার গুড়ি পারওয়া (মরাঠা নব বর্ষের প্রথম দিন) উ‍ৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় আসন্ন লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছিলেন রাজ ঠাকরে। এনডিএ’তে সামিল না হলেও তার দল যে লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রচার চালাবে, তাও জানিয়ে দিয়েছিলেন। খোদ দলের সুপ্রিমোর মুখে ওই কথা শুনে হতচকিত হয়ে যান এমএনএসের অধিকাংশ পদাধিকারী। দলের অন্দরে শুরু হয় ক্ষোভ। ক্ষমতার লোভে বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রতিবাদে সরব হন এমএনএসের একাধিক নেতা।

বৃহস্পতিবার দল ছাড়ার ঘোষণা করে এমএনএসের সাধারণ  সম্পাদক কীর্তিকুমার শিন্ডে বলেন, ‘২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির সমালোচনা করেছিলেন রাজ ঠাকরে। সাধারণ মানুষ তাঁকে সেই জন্য ধন্যবাদ জানিয়েছিল। আজ আচমকাই তিনি মোদি বিরোধিতার নীতি থেকে সরে এসে সরাসরি বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। দলের অন্দরে আগে অবস্থান বদল নিয়ে কারও সঙ্গে কোনও কথা বলেননি। এই দ্বিচারিতা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই এমএনএস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Tags :
Lok Sabha Election 2024:Maharashtra Navnirman SenaOffice-bearers quit MNSRaj Thackeray
Next Article