OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে RSS’র অফিসে আধিকারিকরা

পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোলের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধাদকার জে সি বোস লেনে RSS’র কার্যালয়ে পৌঁছে গেলেন রাজ্য সরকারের আধিকারিকেরা।
05:42 PM Jun 27, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: এক ধমকেই হয়ে গেল কাজ। পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার সদর শহর আসানসোলের(Asansol) ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধাদকার জে সি বোস লেনে RSS’র কার্যালয়ে পৌঁছে গেলেন রাজ্য সরকারের আধিকারিকেরা। যারা সেখানে গিয়েছেন তাঁরা আসানসোল পুরনিগম এবং রাজ্যের BLRO দফতরের আধিকারিক। বেআইনি হকার উচ্ছেদ থেকে বেআইনিভাবে জমি দখল মায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ – রাজ্যজুড়ে এ ধরনের কার্যকলাপের মৌরসিপাট্টা ভাঙতে তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন নবান্নের(Nabanna) সভাঘরে তিনি যে বৈঠক করেন সেখান থেকেই এই মর্মে কড়া বার্তা দিয়েছেন তিনি রাজ্যের প্রশাসনিক স্তরের পাশাপাশি নিজ দলের নেতাদেরও। সেই বৈঠকেই উঠে আসে আসানসোলে পুকুর বুজিয়ে RSS’র কার্যালয় গড়ে তোলার প্রসঙ্গটিও। আর মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পরেই দেখা গেল বিটর্কিত বাড়িতে পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকেরা।

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তুললেন রাজ্যের পুলিশ আধিকারিকদের দিকে। তিনি বলেন, ‘সরকারি জমি কিন্তু মিউটেশন করানো। গত ৭ বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, তার খোঁজ রাখো কেউ? কোনও একটা দল, পুকুর ভরাট করে ৩ তলা বাড়ি করে নিয়েছে। বাড়িটা RSS’র। পুকুর বুজিয়ে RSS’র যে কার্যালয় তৈরি হয়েছে, তা কেন ভাঙা হচ্ছে না? তৃণমূলের বাড়ি ভাঙলে, RSS’র কেন না? আমি শুনেছি, মলয় আমাকে বলছিল যে আসানসোলে একটা পুকুর বুজিয়ে কোনও একটা রাজনৈতিক দল একটা তিনতলা বাড়ি বানিয়েছে। কিন্তু সেটা ভাঙা হচ্ছে না কেন? পুলিশকে নাকি বার বার বলা হয়েছিল, পুলিশ অ্যাকশন নেয়নি। কারণ, শুনেছি ওই বাড়িটা আরএসএসের কার্যালয়। তৃণমূলের কোনও বেআইনি নির্মাণ যদি ভাঙা হয়, তাহলে আরএসএসের কার্যালয় কেন ভাঙা হবে না?’   

এর পর মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে নির্দেশ দেন, ‘হুট করে ভাঙতে যাবেন না। আগে দেখতে হবে ওই জমির রেকর্ড কী আছে। যদি ওটা জলাশয় জমি হয় মানে ল্যান্ড রেকর্ডে যদি তা থাকে, তাহলে সেই জলাশয় বুজিয়ে কার্যালয় তৈরি তো অপরাধ। সেইমতো ব্যবস্থা নিতে হবে। কিন্তু আগে ভালো করে রেকর্ড দেখে নিতে হবে। কারও মুখের কথায় কিছু হবে না। আমি তো প্রায়ই শুনতে পাচ্ছি বিক্রমগড় এলাকায় নাকি জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে। এ কি ছেলের হাতের মোয়া নাকি? চাইলেই সব দখল করে নেওয়া যায়।’ এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই আসানসোলে RSS’র কার্যালয়ে পৌঁছে গেলেন আসানসোল পুরনিগম এবং BLRO দফতরের আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন। RSS’র তরফে তাঁদের আইনজীবী পীযুষকান্তি গোস্বামী জানিয়েছেন, ‘ওরা কাগজপত্র খতিয়ে দেখতে চান। আমাদের কাছে যা ছিল আমরা সেই তথ্য দিয়েছি। অন্যান্য কাগজপত্র আমাদের সেন্ট্রাল অফিসে রয়েছে। ওদের বলেছি, যদি কোনও অভিযোগ আছে আমাদের নোটিস করুন।’

Tags :
AsansolBLRO.Mamata BanerjeeNabannaPaschim BurdwanRss
Next Article