For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দুই প্রবীণের ভোট নিতে ১০৭ কিলোমিটার পথ পাড়ি ভোট কর্মীদের

03:51 PM Apr 12, 2024 IST | Srijita Mallick
দুই প্রবীণের ভোট নিতে ১০৭ কিলোমিটার পথ পাড়ি ভোট কর্মীদের
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ একজনের বয়স ১০০। আর অন্য জনের ৮৬। শারীরিকভাবে অশক্ত দুই ভোটারের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সুনিশ্চিত করতে ১০৭ কিমি পথ পাড়ি দিচ্ছেন ভোট কর্মীরা। গল্প নয়, সত্যিই এমন ঘটনা ঘটতে চলেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার সিরোঞ্চায়। 

Advertisement

গড়চিরৌলির জেলা তথ্য আধিকারিক জানিয়েছেন, জেলার প্রত্যন্ত গ্রাম সিরোঞ্চার বাসিন্দা খিতিয়া মাডোরবাইনার বয়স ১০০ পেরিয়ে গিয়েছে। আর  ৮৬ বছর বয়সী খিতিয়া কোমেরা বয়সের ভারে অশক্ত। দীর্ঘ পথ পেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছনোর মতো শারীরিক সক্ষমতা নেই। তাই বাড়িতে বসেই যাতে দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উ‍ৎসবে সামিল হতে পারেন, তার জন্য আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। দু'জনের আবেদন মঞ্জুর করেছে কমিশন। দুজনের ভোট নিতে আহেরি থেকে সিরোঞ্চা পর্যন্ত ১০৭ কিলোমিটার পাড়ি দিচ্ছেন ভোট কর্মীরা। 

Advertisement

গড়চিরৌলির জেলা তথ্য আধিকারিক আরও জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে গড়চিরোলি-চিমুর কেন্দ্রে ৮৫ বছরের বেশি বয়সী ১,০৩৭ জন ভোটার বাড়িতে বসেই ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন। তাছাড়া ৩৩৮ জন শারীরিক প্রতিবন্ধিও রয়েছেন। তাদের সবার ভোট বাড়িতে গিয়েই নেবেন ভোট কর্মীরা। করোনা অতিমারীর পরে বিহার বিধানসভা ভোটে দেশে প্রথমবার অশক্ত এবং ৮৫ ঊর্ধ্ব প্রবীণদের বাড়িতে বসে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল জাতীয নির্বাচন কমিশন। 

Advertisement
Tags :
Advertisement