OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শাহি সফরের দিনেই কালো পাড়ের শাড়িতে বিধানসভায় মুখ্যমন্ত্রী

03:06 PM Nov 29, 2023 IST | Ayantika Saha
Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার কলকাতায় মহারণ৷ একদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির অমিত শাহ৷ অন্যদিকে, বিধানসভা ভবনে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ দুই প্রান্তেরই লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪৷ আজ বঞ্চনা বনাম দুর্নীতির প্রসঙ্গে একে অপরের বিরুদ্ধে লড়বে বিজেপি এবং তৃণমূল৷

এদিন কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাওনার দাবিতে প্রতিবাদ জানিয়ে কালো পোশাক পরে বিধানসভায় উপস্থিত সকল তৃণমূলের মন্ত্রী-বিধায়কেরা। সেই নির্দেশ মেনে কেউ বা কালো কুর্তা পরে এসেছেন, কারও গায়ে কালো টি-শার্ট, কেউ কালো রঙের শাড়ি পরে এসেছেন। বাদ যাননি স্বয়ং তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কালো পাড়ের শাড়ি পরে বিধানসভায় হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 

এদিন বিধানসভায় একশো দিন, আবাস যোজনা, মূল্যবৃদ্ধি, বেকারত্বসহ কেন্দ্রের কাছে বাংলার বকেয়া পাওনা রয়েছে প্রায় কয়েক কোটি টাকা। সেই সঙ্গে অন্যান্য প্রকল্পের টাকাও বকেয়া পড়ে রয়েছে। এই সব কিছুর প্রতিবাদে অমিত শাহকে চিঠি দেবে তৃণমূল। 

অন্যদিকে, ভিক্টোরিয়া হাউসের সামনে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি শিবির। ঠিক তখনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজই বিধানসভায় অম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসবেন তৃণমূলের বিধায়করা।

কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে দুই দলেই। তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল সরকারের দুর্নীতির কারণেই সাধারণ মানুষের বঞ্চিত হওয়ার কথাও বলতে শোনা গেছে ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চ থেকে। 

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনী প্রচারে এসে শাহ যে রণডঙ্কা বাজাবেন সে কথা মনে করছে অনেক রাজনৈতিক মহল। তাই নিজেদের জমি ছাড়তে নারাজ তৃণমূলও পাল্টা প্রতিবাদ কর্মসূচি হিসেবে বিধানসভা অভিযান করেছে বলে মত রাজনৈতিক মহলের।

Tags :
2024 loksabha electionAmit SahBidhansabhaKolkataMamata BandhyopadhayTmc
Next Article