For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ইজরায়েলি অভিযানে গাজার পশ্চিম তীরে ১ ইজরায়েলি সেনা নিহত

04:30 PM Jun 27, 2024 IST | Reshmi Khatun
ইজরায়েলি অভিযানে গাজার পশ্চিম তীরে  ১ ইজরায়েলি সেনা নিহত
courtesy google
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক :  গাজার পশ্চিম তীরে ইজরায়েলের সামরিক অভিযানে ১ জন ইজরায়েল সেনা নিহত ও অপর একজন সেনা গুরুতর আহত হয়েছে।  ইজরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, জেনিনের এলাকায় অপারেশনমূলক অভিযানের সময় নিহত হয়েছে ১ সেনা।

Advertisement

দেশটির(গাজার) সংবাদমাধ্যম জানিয়েছে যে ইজরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরের উপকণ্ঠে জেনিন সরকারি হাসপাতালের কাছে একটি ফার্মেসিতে হামলা চালায়। এই হাসপাতালের ভেতরে থাকা লোকজনকে গ্রেফতার করেছে শুধু তাই নয় তাঁদের অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে।

Advertisement

ফিলিস্তিনি একজন বাসিন্দা জানিয়েছেন, ইজরায়েলি বুলডোজারগুলো শরণার্থী শিবিরের ভেতরে হামলা চালিয়েছে এবং জেনিন শহরের গোটা শহর ধ্বংস করেছে।ফিলিস্তিনি বন্দিদের প্রধান সংগঠন জানিয়েছে, ইজরায়েলি বাহিনী ২৮ জনকে গ্রেপ্তার করেছে। যাঁদের মধ্যে ৯ টা শুধু জেনিন থেকে গ্রেপ্তার করা হয়ছে।যদিও ইজরায়েলি সামরিক বাহিনী গ্রেপ্তারের বিষয়টি এবং অভিযানের বিষয়ে বিস্তারিত জানায় নি।

উল্লেখ্য, বহু শরণার্থী শিবির, হাসপাতাল, স্কুল, মন্দির গির্জা কিছুই বাদ যায় নি ইজরায়েলি হামলা থেকে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা।বারবার হামলা চালাচ্ছে ইজরায়েল। আর তাতেই গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। শুধু শিশু নয়  নারী, পুরুষ এবং বয়স্ক লোকজনদেরও অনাহারে থাকতে হচ্ছে।

Advertisement
Tags :
Advertisement