For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড

পুড়ে ছাই হয়ে গেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম চলচ্চিত্র স্টুডিও “আল-আহরাম”। যার বয়স প্রায় ৮০ বছর। এটি অবস্থিত মিশরের কায়রোতে।
05:44 PM Mar 17, 2024 IST | Sushmitaa
বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! এর আগে চলচ্চিত্রের স্টুডিওগুলির একাধিক কাহিনী সামনে এসেছে। ভৌতিক কাহিনীও ধরা পড়েছে। এবার প্রকাশ্যে এল এক মারাত্মক ঘটনা। পুড়ে ছাই হয়ে গেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম চলচ্চিত্র স্টুডিও “আল-আহরাম”। যার বয়স প্রায় ৮০ বছর। এটি অবস্থিত মিশরের কায়রোতে। মিশরের ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটি গুরুত্বপূর্ণ স্টুডিও “আল-আহরাম”। আর বিশ্বের সবথেকে পুরাতন স্টুডিও হিসেবে পরিচিত এই স্টুডিওটি।আরবের এই চলচ্চিত্র স্টুডিওটি বিশ্বের সবচেয়ে চলচ্চিত্র নির্মাণ স্টুডিওগুলির একটি। ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ মার্চ)। একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু স্টুডিওর ভেতরের সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে।

Advertisement

ঘটনার সময় তড়িঘড়ি দমকল বাহিনীদের ডাকা হয়, এবং তাঁদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এটি অবস্থিত মিশরের কায়রোর গিজা এলাকায়। ঘটনার সময় বেশকিছু ভবন থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা সূত্র বলছে যে, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং শুধুমাত্র কিছু লোক যারা ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে ভুগছিল তাদের ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে যে, পবিত্র রমজান মাসে একটি টিভি সিরিজের চিত্রগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘন্টা পরে আগুনের সূত্রপাত হয়। কিন্তু আগুনের কারণ এখনও অজানা, এবং দমকল কর্মীদের এটি নিভানোর জন্য প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

Advertisement

উল্লেখ্য, আল-আহরাম স্টুডিও ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর আয়তন ২৭,০০০ বর্গমিটার। এই স্টুডিওতে অনেক মিশরীয় চলচ্চিত্র এবং টিভি সিরিজ নির্মিত হয়েছিল। স্টুডিওতে তিনটি প্রোডাকশন স্টেজ, একটি স্ক্রিনিং রুম এবং একটি এডিটিং স্যুট রয়েছে। এই ঘটনার পর সেই দেশের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সব পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

Advertisement
Tags :
Advertisement