For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অনস্ক্রিন কাপল এখন অফস্ক্রিন, সৃজলার পর অঙ্গনার প্রেমে মজেছেন রোহন

বে অনেকদিন ধরেই 'তুমি আশেপাশে থাকলে'-র নায়িকা অঙ্গনা রায়ের সঙ্গে তাঁর প্রেম জল্পনায় ছিল। এবার নিজেই নতুন প্রেমের কথা স্বীকার করে নিলেন রোহন।
12:00 PM Mar 06, 2024 IST | Sushmitaa
অনস্ক্রিন কাপল এখন অফস্ক্রিন  সৃজলার পর অঙ্গনার প্রেমে মজেছেন রোহন
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সৃজলাকে ছেড়ে এবার অঙ্গনাতে মজলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। মাত্র কয়েকমাস আগেই শুরু হয়েছে স্টার জলসার 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিক। এই মেগার মাধ্যমেই দীর্ঘ সময়ের পর সিরিয়ালে কামব্যাক করলেন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। 'ভজগোবিন্দ'-দিয়ে বাংলার টেলিপর্দায় ডেবিউ করেছিলেন রোহন, দুর্ধর্ষ অভিনয়ের দ্বারা মন কেড়েছিলেন সকলের। এরপরেও বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেন তিনি। কিন্তু মাঝে অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে বিচ্ছেদের পর সিরিয়াল থেকে বিদায় নিয়েছিলেন অভিনেতা।

Advertisement

চুটিয়ে কাজ শুরু করেন বাংলা ওয়েবসিরিজে, সেখানেও নিজের জায়গা ভালই পাকিয়ে নিয়েছেন রোহন। একসময় অভিনেত্রী সৃজলা গুহ-র সঙ্গে রোহনের প্রেমের সম্পর্ক কারুরই অজানা ছিল না। গোটা লকডাউন সময়কাল তাঁরা একসঙ্গে থাকা শুরু করেছিলেন। কিন্তু ২০২২ সালে হঠাৎ করেই প্রেম ভাঙে তাঁদের। শোনা গিয়েছিল, সহ অভিনেতার সঙ্গে প্রেমে জড়ান সৃজলা। সেই কারণেই বিচ্ছেদ হয় তাঁদের। যদিও এই বিষয়ে রোহন জানিয়েছিলেন, "আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেম ছিল, সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমন ভাবেই স্পেস দেওয়া হবে।”

Advertisement

যদিও রোহন এবং অঙ্গনা দুজনেই সবসময় বন্ধুত্ব বজায় রাখবেন বলে জানিয়েছেন। তবে অনেকদিন ধরেই 'তুমি আশেপাশে থাকলে'-র নায়িকা অঙ্গনা রায়ের সঙ্গে তাঁর প্রেম জল্পনায় ছিল। এবার নিজেই নতুন প্রেমের কথা স্বীকার করে নিলেন রোহন। স্টুডিও পাড়ার অন্দরের খবর অনুযায়ী, ‘তুমি আশেপাশে থাকলে’তে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছেন রোহন-অঙ্গনা। এতদিন গুঞ্জন থাকলেও এবার জল্পনায় শিলমোহর দিলেন রোহন নিজেই। সম্প্রতি অঙ্গনার সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে লিখলেন, “তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।” ব্যস, তাতেই ভক্তরা আনন্দে মেতে উঠেছেন। যদিও রোহন বা অঙ্গনা কেউই এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানানি।

Advertisement
Tags :
Advertisement