OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নতুন অভিবাসন আইনের বিরুদ্ধে ফ্রান্স জুড়ে শুরু বিক্ষোভ

06:47 PM Jan 16, 2024 IST | Srijita Mallick
courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের পার্লামেন্ট পাস হয়েছেন  নতুন অভিবাসন আইন। আর সেই আইন গত ১৯ ডিসেম্বর পাশ হওয়ার পর থেকেই ফ্রান্স জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। আগামী ২৫ জানুয়ারি  নতুন অভিবাসন আইন নিয়ে রায় দেবে ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল। আর এই রায়দানের আগেই ফ্রান্স জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।  সাংবিধানিক কাউন্সিল হল ফ্রান্সের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।

প্যারিসের রিপাবলিক চত্বরে নতুন অভিবাসন আইন নিয়ে প্রায় ২৫ হাজার মানুষ বিক্ষোভ দেখান। ফ্রান্সে চলছে শৈত্যপ্রবাহ সেই পরিস্থিতিতে উপেক্ষা করে তারা বিক্ষোভ করে। এই আইন নিয়ে প্যারিস অঞ্চলের ভিত্রি-সুর-সেইন এলাকায় শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থার কর্মী আবুবাকার দেম্বেলে বলেছেন,’আমাদের জীবন বিপন্ন করতে এবং অপরাধীদের দোষীসাব্যস্থ করতে এই আইন পাস করা হয়েছে।‘বিক্ষোভকারীরা জানিয়েছেন, এই নতুন আইন কট্টর ডান আদর্শ। প্যারিস ছাড়াও লিও, স্ট্রসবুর্গ, বর্দু, রেন, লিল, মার্সেই এবং তুলুজের মতো শহরে বিক্ষোভ হয়েছে৷ আগামী ২১ ডিসেম্বর নতুন অভিবাসন আইনের জন্য অভিবাসন সংস্থা, ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক দলসহ ৪০০টিরও বেশি সংগঠন সমাবেশের ডাক দিয়েছে। পাশাপাশি ফ্রান্স জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই বিক্ষোভের জেরে ফ্রান্স জুড়ে শুরু হবে যানজট।

নতুন এই অভিবাসন আইনে কি রয়েছে ? এই আইনে বলা হয়েছে শরণার্থীরা বাসস্থান তৈরি করার অনুমতি যত সহজে পেতেন এই নতুন আইনে তা পেতে অনেক সময় লাগবে। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকে আশা শরণার্থীর জন্য নিয়ম একই থাকবে। তবে ইউরোপীয় ইউনিয়নের না হলে ফ্রান্সে বাড়ি কেনার জন্য পাঁচ বছর সময় লাগবে। মাইগ্রেশন কোটাও তৈরি করা হয়েছে। এর ফলে শরণার্থী শিশুদের ফরাসি নাগরিকত্ব পেতে অসুবিধা হবে। আর তাই এই নয়া আইন নিয়ে ফ্রান্স জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। তবে ২৫ জানুয়ারি  নতুন অভিবাসন আইন নিয়ে ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্যবাসী।

Tags :
Franceimmigration lawimmigration law protestprotest
Next Article