OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শাহরুখের 'ফ্যান' ছবি থেকে 'জবরা' গান বাদ, ক্ষতিপূরণ থেকে রেহাই যশরাজ ফিল্মসের

তখন মহারাষ্ট্র রাজ্য কমিশন অভিযোগের ভিত্তিতে ফ্যানের প্রোডাকশন হাউসকে অভিযোগকারিনীকে ৫০০০ টাকা মামলার খরচ বাবদ ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
03:44 PM Apr 22, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা 'ফ্যান'। বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত বাদশার। তাঁকে একটুখানি দেখার জন্যে ভক্তরা মৃত্যু ঝুঁকি নিতেও পিছপা হয় না। তেমনি একটি ভক্তের দ্বারা শাহরুখ কতটা সম্মোহিত সেই নিয়েই নির্মিত করা হয়েছিল 'ফ্যান' ছবিটি। কিন্তু একটা ফ্যান যেমন তারকাকে শীর্ষে তুলতে পারে, তেমনি একটা ফ্যানই পারে তারকাকে মাটিতে লুটিয়ে দিতে। সেটাই এই ফ্যান ছবিটির মূল উপজীব্য। তবে ছবিটি বক্সঅফিসে তেমন রাজত্ব করতে পারেনি। যাই হোক, ৮ বছর পর একটি আইনি কারণে এই ছবি ফের সংবাদ শিরোনামে উঠে এলো। কারণ, ফ্যানের বিখ্যাত গান ছিল, 'জবরা ফ্যান'। তবে ছবিটি মুক্তির আগে গানটি প্রচারের উদ্দেশ্যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখানো হলেও ছবি মুক্তির পর প্রেক্ষাগৃহে চালানো হয়নি গানটি। যে কারণে একজন ক্ষুব্ধ দর্শক মামলা দায়ের করেছিল, তাঁর অভিযোগ ছিল, দর্শকদের ধোকা দিয়েছে ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।

আফরিন ফাতিমা জাইদি নামের ওই দর্শকের অভিযোগ ছিল যে, ২০১৬ সালে মুক্তির আগে ফ্যানের প্রোমো এবং ট্রেলারে 'জবরা ফ্যান' গানটি দেখানো হয়েছিল। কিন্তু যখন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়, তখন গানটি দেখানো হয়নি। যার ফলে তিনি প্রতারিত হয়েছেন। তাঁর বাচ্চারা রাতে যখন থিয়েটারে ফিল্ম দেখতে গিয়েছিলেন তখন গান চালানো হয়নি বলে তাঁরা খাবার খায়নি। যার ফলে তাঁদের অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায় এবং হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর আফরিন জাইদির অভিযোগ জানালে ২০১৭ সালে জেলা কনজিউমার ফোরাম অভিযোগকারীর দাবি প্রত্যাখ্যান করে দেয়। তখন মহারাষ্ট্র রাজ্য কমিশন অভিযোগের ভিত্তিতে ফ্যানের প্রোডাকশন হাউসকে অভিযোগকারিনীকে ৫০০০ টাকা মামলার খরচ বাবদ ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। NCDRCও অভিযোগকারীর পক্ষে একই রায় দেয়। এরপর NCDRC-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হন প্রোডাকশন হাউস।

তাঁদের যুক্তি ছিল, জবরা ফ্যান গানটি শুধুমাত্র প্রচারমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তাই প্রোডাকশন হাউসের এটি সিনেমায় অন্তর্ভুক্ত করার কোনও যুক্তি নেই। তাঁদের ব্যবসার উপরেও তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই। অবশেষে মামলা দীর্ঘদিন চলার পর সোমবার জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের আবেদন বাতিল করেছে। যেটি প্রযোজনা হাউস যশরাজ ফিল্মসকে 'জবরা ফ্যান' গানটি বাদ দেওয়ার জন্যে ক্ষুব্ধ দর্শককে ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। বিচারপতি পিএস নরসিমহা এবং অরবিন্দ কুমারের একটি বেঞ্চ রায়ে বলেছে যে, সিনেমার প্রচারের জন্যে প্রোমো বা টিজার প্রকাশ করা হয়। কিন্তু তাতে যা গান দেখানো হয় তা সিনেমা রিলিজ হলে তাতে দেখানো হবে তার কোনো যৌক্তিকতা নেই।

Tags :
Fanshahrukh khan
Next Article