For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শো চলাকালীন শিশুকে স্তন্যপান করানোর জন্যে মহিলা দর্শককে লাথি কমেডিয়ানের

অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এলেন স্যান্ডেল টুইটে বলেছেন, ''এটা শুনে আমি উদ্বিগ্ন। নতুন মায়েদের সামনে সমস্ত প্রতিবন্ধকতা রেখে সমাজে অংশগ্রহণ করা যথেষ্ট কঠিন। শুধু কমেডি উৎসব উপভোগ করার জন্য এইভাবে অপমানিত হতে হবে। এত নিন্দনীয়।''
06:04 PM Apr 22, 2024 IST | Sushmitaa
শো চলাকালীন শিশুকে স্তন্যপান করানোর জন্যে মহিলা দর্শককে লাথি কমেডিয়ানের
Advertisement

নিজস্ব প্রতিনিধি: নিজের শো থেকে একজন শিশু ও তাঁর মাকে লাথি মেরে বের করে দেওয়ায় চরম ক্ষোভের মুখে পড়লেন মার্কিন কৌতুক অভিনেতা আরজ বার্কার। ঠিক কী ঘটেছিল সেদিন? ঘটনাটি ঘটেছিল, ২০ এপ্রিল মেলবোর্ন ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালে। নিউইয়র্ক সংবাদমাধ্যমের মতে, ট্রিশ ফারান্ডা নামে একজন মহিলা তাঁর ৭ মাস বয়সী মেয়ে ক্লারা এবং একজন বন্ধুর সঙ্গে কৌতুক অভিনেতার কমেডি শোতে অংশ নিয়ে ছিলেন। অনুষ্ঠান চলাকালীন, ট্রিশ ফারান্ডার শিশুকন্যা কয়েকটা ঝাঁঝালো শব্দ করার পর কৌতুক অভিনেতা তাঁর পারফরম্যান্স থামিয়ে দেন। এরপর পরিস্থিতি নিয়ে তিনি নিজেই হাসিঠাট্টা শুরু করেন। এরপর মেয়েকে শান্ত করতে শোয়ের মধ্যেই ট্রিশ বুকের দুধ খাওয়াতে শুরু করে করেন তাঁর বাচ্চা মেয়েকে।

Advertisement

ঠিক তখনই একপ্রকার বিরক্ত হয়ে ট্রিশের সামনে দাঁড়ান কৌতুক অভিনেতা। তিনি সপাটে তাঁকে শো ছেড়ে চলে যেতে বলেন। এমনকি লাথি মারার হুমকিও দেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তুমুল হৈচৈ শুরু হয়েছে। কেউ কেউ বলেছেন যে, মহিলাটির শোতে বাচ্চাকে আনা উচিত হয়নি। যদিও বেশিরভাগ নেটাংশ কৌতুক অভিনেতাকে নিন্দা করেছেন। সবার দাবি ছিল, সদ্য মা হয়েছেন ওই মহিলা, তাঁর ভক্ত বলেই শোতে উপস্থিত হয়েছিলেন। তাঁর একটু সহানুভূতি হওয়ার দরকার ছিল। অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এলেন স্যান্ডেল টুইটে বলেছেন, ''এটা শুনে আমি উদ্বিগ্ন। নতুন মায়েদের সামনে সমস্ত প্রতিবন্ধকতা রেখে সমাজে অংশগ্রহণ করা যথেষ্ট কঠিন। শুধু কমেডি উৎসব উপভোগ করার জন্য এইভাবে অপমানিত হতে হবে। এত নিন্দনীয়।''

Advertisement

অন্য একজন কৌতুক অভিনেতাকে রক্ষা করে বলেন, ''আমি একজন অভিভাবক এবং আমি মনে করি তিনি অন্য অর্থপ্রদানকারী শ্রোতাদের জন্যেই তাঁকে চলে যেতে বলেছিলেন। বেশিরভাগ কমেডি শো এক ঘণ্টার বেশি হয় না। এক্ষেত্রে একটি বেবিসিটার সংগঠিত করুন নয়তো অনুষ্ঠান দেখতে যাবেন না।'' পরে কৌতুক অভিনেতা আরজ বার্কার নিজেই বলেন যে, "শিশুটি আমার অভিনয়কে ব্যাহত করেছিল, আমি নম্রভাবে তাকে বলেছিলাম যে শিশুটি এখানে থাকতে পারবে না। সেদিন শিশুটি তখন চিৎকার করছিল তখন লোকেরা আমার পারফরম্যান্সের মজা নিচ্ছিলেন। তখন শিশুটি আওয়াজ করতে শুরু করে, আমার মনে হয়েছিল সবার আনন্দ ব্যাঘাত ঘটছে।" ওদিকে ট্রিশ ফারান্ডা বলেন যে, তাকে শো থেকে বের করে দেওয়ার পরে তিনি যথেষ্ট "অপমানিত" এবং "অবাঞ্ছিত" বোধ করেছিলেন। taar শিশু চিৎকার করছিল না। এরপর শিশুটি খুব বেশি উত্তেজিত হলে তিনি দ্রুত বের হয়ে যান।

Advertisement
Tags :
Advertisement