OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পাক পেসারদের আগুনে বোলিংয়ে ১১৯ রানে শেষ রোহিতরা

11:11 PM Jun 09, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: পাক পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। আর তার ফলেই মর্যাদা রক্ষার ম্যাচে বাবর আজমদের বিরুদ্ধে পুরো ২০ ওভার খেলতে পারল না টিম ইন্ডিয়া। ১৯ ওভারে ১১৯ রানেই গুটিয়ে গেল। ব্লু ব্রিগেডের হয়ে সর্বাধিক রান ঋষভ পন্থের (৪২)।   

নিউইয়র্কের নাসাউয়ে রবিবার রাতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। এক ওভার খেলা হতে না হতেই বৃষ্টির জন্য বন্ধ রাখতে হয় ম্যাচ। বৃষ্টির পর খেলা শুরু হতেই নাসিম শাহের বলের গতি বুঝতে না পেরে আগে ব্যাট চালিয়ে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন বিরাট কোহলি (৪)। পিচে বল থমকে আসছে জেনেও অযথা শাহিন আফ্রিদির বলে লেগ সাইডেই ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৯ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ তেকে উদ্ধারের চেষ্টা চালান ঋষভ পন্থ ও অক্ষর পটেল। একাধিক বার ক্যাচ তুলে বেঁচে যান পন্থ। অবশেষে অষ্টম ওভারে অক্ষরকে ফিরিয়ে ৩৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। চার নম্বরে ব্যাট করতে নেমে অক্ষর করেন মাত্র ২০ রান।

এর পরে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পন্থ। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন তরুণ উইকেটকিপার। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টি টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার সূর্য। অকারণে হ্যারিস রউফের বলে চালিয়ে খেলতে গিয়ে মহম্মদ আমিরের হাতে ক্যাচ দিয়ে মাত্র সাত রান করে ফেরেন। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। নাসিম শাহের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন শিভম দুবে (৩)। ১৫তম ওভারে বল করতে এসে টিম ইন্ডিয়াকে জোড়া ধাক্কা দেন মহম্মদ আমির। প্রথম বলে ফেরান ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করতে থাকা ঋষভ পন্থকে (৪২)। পরের বলে শূন্য রানে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজাকে। মাত্র ৭ রানে চার উইকেট হারিয়ে ফের বিপর্যয়ে পড়ে ভারত। কোনও ক্রমে ১৬ ওভারে ১০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয় রোহিত বাহিনী। ১৮তম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন হ্যারিস রউফ। চতুর্থ বলে ফিরিয়ে দেন হার্দিককে (৭)। পরের বলে যশপ্রীত বুমরাকে (০)। ১৯তম ওভারে রান আউট হয়ে আর্শদীপ সিংহ (৯)সাজঘরে ফিরতেই ১১৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও হ্যারিস রউফ ২১ রানে তিনটি করে উইকেট নিয়েছেন।

 

Tags :
India vs PakistanRishabh PantT20 World Cup
Next Article